আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে কাটিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কিউয়ি স্পিনার ইশ সোধি।
আজ (রোববার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন সোধি। এর মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে কাটিয়ে তিনি বনে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
১০৮ টি-টোয়েন্টি ইনিংসে বল করে ১৮২ উইকেট নিয়ে তালিকার সবার উপরে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। ৫.৮৭ ইকোনমিতে বল করা এই স্পিনারের ৩ রানে ৫ উইকেট ক্যারিয়ারসেরা।
১২৩ ইনিংসে বল করে ১৬৪ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিউয়ি পেসার টিম সাউদি। ১৮ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।
১২৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে বল করে ১৫৬ উইকেট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছেন কিউয়ি স্পিনার ইশ সোধি। ১২ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা।
১২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে বল করে ১৫৫ উইকেট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ৭.৩০ ইকোনমি তে বল করা এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিং ১০ রানের ৬ উইকেট।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল ক্যারিবিয়ান দের মুখোমুখি হবে কিউয়িরা।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এআই
