Connect with us
ভিডিও গ্যালারি

ডি পল’এ শক্তি বাড়ছে মেসিদের?

রদ্রিগো ডি পল। ছবি - সংগৃহীত

লিওনেল মেসির সতীর্থ হিসেবে এবার মায়ামিতে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে লোনে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন তিনি। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লিওনেল মেসি, আলবা, সার্জিও বুসকেটসের সঙ্গে এবার যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

৩১ বছর বয়সী এই তারকাকে ২০২৫ সালের শেষভাগ পর্যন্ত লোনে দলে টেনেছে ইন্টার মায়ামি। তবে চাইলে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ীভাবে চুক্তি করার সুযোগও রাখছে ক্লাবটি।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন ডি পল। এবার সেই সতীর্থের সঙ্গে আবারও একসঙ্গে খেলতে যাচ্ছেন তিনি।

তবে আপাতত দলের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে তার জন্য। কারণ গুরুত্বপূর্ণ তিনটি স্থান আগেই দখল করেছেন মেসি, আলবা এবং বুসকেটস।

গত মৌসুমে ডি পল ছিলেন ডিয়েগো সিমিওনের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ, যার মধ্যে ক্লাব বিশ্বকাপে তিনটি ম্যাচও রয়েছে।


আরও পড়ুন:

»ইয়ামালকে মেসির সাথে তুলনা, প্রতিক্রিয়া জানালেন গার্দিওলা

»যুবাদের জয়ের নায়ক সামিউন অসম্ভবকে সম্ভব করলেন


মায়ামিতে যোগ দিয়ে নিজের লক্ষ্য নিয়ে ডি পল বলেছেন, ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো প্রতিযোগিতা করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে পাতার নাম লেখানো। এটি এমন একটি ক্লাব যা দুর্দান্ত হতে যাচ্ছে এবং বহু মানুষকে অনুপ্রাণিত করবে।

রদ্রিগো ডি পলের আগমনে ইন্টার মায়ামির মধ্যমণি হয়ে উঠবেন লিওনেল মেসির এই আর্জেন্টাইন সতীর্থ। এমএলএস মৌসুমে মেসি-ডি পলের জুটি মাঠে কেমন করে সেটিই এখন দেখার অপেক্ষা।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি