বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম ওপেনার রস অ্যাডেয়ার সিরিজ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছেনা।
৩১ বছর বয়সী এই ব্যাটার দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি এবার বাংলাদেশ সফরে আসছেন না। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিনি দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। তার বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে তরুণ ব্যাটার জর্ডান নিল।
আয়ারল্যান্ড দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, “বাংলাদেশ সফরের ঠিক আগে রসকে হারানো খুবই হতাশার। ২০২৫ সালে সীমিত কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও তিনি ওপেনিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা তার পারফরম্যান্স দেখতে মুখিয়ে ছিলাম।” কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি তার পিছু ছাড়লো না।
তিনি আরও বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু নতুন ব্যাটিং কম্বিনেশন পরীক্ষা করতে চাই। জর্ডান নিল দলের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটার। তাছাড়া আমাদের দলে এমন কয়েকজন ব্যাটার আছেন যারা অতীতে ওপেনিংয়ে ভালো করেছেন, তাই ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এনে মাঝ ও শেষ দিকে নমনীয়তা তৈরি করা সম্ভব হবে।”
নির্বাচক হোয়াইট জানান, মিডল অর্ডারে বৈচিত্র্য আনতে রাখা হয়েছে বাঁহাতি ব্যাটার বেন ক্যালিটজকে। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে মিডল অর্ডারে বৈচিত্র্যের ঘাটতি ছিল, এই সিরিজের মধ্য দিয়ে সেই ঘাটতিগুলো পূরণ করার সুযোগ পাওয়া যাবে।
এদিকে, বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে আজ (১১ নভেম্বর) সিলেটে, দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৯ নভেম্বর। এরপর ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর একই ভেন্যুতে, আর তৃতীয় ম্যাচ ২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ড টি–টোয়েন্টি দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডাকরেল, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, জর্ডান নিল, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/টিএ