Connect with us
ক্রিকেট

মিরপুরের টার্নিং উইকেটের জন্য প্রস্তুত হতে চান আইরিশ অধিনায়ক

Ireland captain Andrew Balbirnie
আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রিউ বালবির্নি। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে ম্যাচের চতুর্থ দিনেই এক ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল।

সিলেট টেস্টে রীতিমতো নিজেদের আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ যেখানে টাইগারদের হয়ে সেঞ্চুরি হাকিয়েছেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন সাদমান ইসলাম, মমিনুল হক ও লিটন দাস। এতে নিজেদের প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। মিরপুরের উইকেটে খেলা হওয়ায় সেটি অনেকটাই সিলেট টেস্টের তুলনায় ভিন্ন প্রকৃতির হবে বলে ধারণা করা যায়। বিশেষ করে মিরপুরের টার্নিং উইকেটের বিষয়ে সচেতন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। তাই তিনি মিরপুর টেস্টের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার কথা জানিয়েছেন।



সংবাদ সম্মেলনে বালবির্নি বলেন, ‘অনেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলা দেখেছে। সেই সিরিজ মিরপুরে হয়েছে। এর আগে আমরা মিরপুরে একটা টেস্টও খেলেছিলাম, যদিও সেটা ভিন্ন সময়ে ছিল, ফেব্রুয়ারি-মার্চের দিকে। অবশ্যই মিরপুরে অনেক বেশি টার্ন থাকবে, ব্যাটারদের আরও বিপদে ফেলবে। এসব বিষয় মাথায় রেখে আমাদের প্রস্তুত হতে হবে। ইতিবাচক থাকতে হবে। স্কোরবোর্ড সচল রাখতে হবে।’

এদিকে সিলেট টেস্টে পরাজিত হয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন বালবির্নি। তিনি বলেছেন, ‘অবশ্যই (হারাটা) হতাশার ব্যাপার। তবে অবশ্যই বাংলাদেশ আমাদের চেয়ে বেটার দল ছিল। প্রথম দিনটা ঠিক ছিল। কিছু রান বেশি করতে পারলে ভালো হত, কেউ একটা বড় ১০০ করতে পারলে ভালো জায়গায় থাকতাম। তবে বাংলাদেশ অনেক ভালো বল করেছে এবং বেশি সুযোগ সৃষ্টি করেছে। আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি না, এখানেই খেলার সৌন্দর্য্য। সামনের সপ্তাহে আরও একটি টেস্ট ম্যাচ আছে আমাদের সামনে।’

প্রথম টেস্টের পারফরম্যান্স দেখে বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যান্ডি বালবির্নি, ‘বাংলাদেশের স্পিনারদের কন্ট্রোল অনেক ভালো। তারা বেশি বাজে বল দেয়নি। ফলে কাউন্টার করতে পারিনি বেশি। এখানে ধারাবাহিকতাটাই আমাদের স্পিনারদের শিখতে হবে, যেন তারা বিশ্বমানের পর্যায়ে যেতে পারে। ফলে ভালো শেখার অভিজ্ঞতা হয়েছে তাদের।’

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে বড় পরীক্ষা দিতে হবে টাইগার স্পিনারদের সামনেই। যেখানে টার্নিং উইকেটে আরো বেশি ভয়ানক হয়ে উঠতে পারেন তাইজুল ইসলাম, হাসান মুরাদ বা মেহেদী হাসান মিরাজরা।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট