Connect with us
ক্রিকেট

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ আইরিশ অধিনায়ক

Irish captain full of praise for Nahid Rana
রানার বোলিংয়ের প্রশংসা করেছেন বালবার্নি। ছবি- সংগৃহীত

বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে নিয়ে প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। দেশের এত স্পিনারদের ভীড়ে রানার মতো পেসার থাকাটা বাংলাদেশের জন্য বড় পাওয়া বলে মনে করেন তিনি। তাকে নিয়ে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো করবে বলে জানিয়েছেন বালবার্নি।

আজ (শুক্রবার) সিলেট টেস্টের চতুর্থ দিনে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। হারের পরে সংবাদ সম্মেলনে এসে রানার প্রশংসা করেন বালবার্নি।

তিনি বলেন, ‘রানা ক্যারিবিয়ানে কিংবা যেসব উইকেটে বোলিং করে সে সুবিধা পায়, সেখানে তার বোলিং দেখার পর মনে হয়েছে সে অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মধ্যে সেসব গুণাবলী রয়েছে। সে অনেক জোরে বল করে। বাংলাদেশের জন্য এটা অবশ্যই দারুণ ব্যাপার।’



স্পিনারদের জন্য অনেক পরিচিত বাংলাদেশ। দেশের বোলিং বিভাগে পেসারদের তুলনায় স্পিনারদের আধিপত্যই বেশি। এত স্পিনারদের ভীড়েও দলে ভালো মানের পেসার থাকাটা অনেক বড় ব্যাপার বলে মনে করেন বালবার্নি।

তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই উচ্চমানের স্পিনারদের জন্য বেশ পরিচিত। কিন্তু আপনার হাতে এ ধরণের পেসার থাকাটা খুবই ভালো ব্যাপার। আমি মনে করি যদি সে যদি এভাবেই ভালো করে যেতে থাকে, তাহলে বাংলাদেশ সামনে আরও ভালো করবে।’

২০২৩ সালে বাংলাদেশের মাটিতে একটি টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড। পেস বিভাগে বাংলাদেশের উন্নতির বিষয়টি তখনই বুঝতে পারেন বালবার্নি। তিনি বলেন, ‘২০২৩ সালে যখন বাংলাদেশে এসেছিলাম, পেসারদের নিয়ে তখনই একটা আভাস পেয়েছিলাম। তখন এবাদত, শরিফুল, খালেদের মতো বোলার ছিল। এখন অনেক পেস বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তবে আমি জানিনা যে তারা এই ধরনের উইকেটে সবসময় বল করতে কতটা পছন্দ করে।’

সিলেট টেস্টে আধিপত্য দেখিয়েছে স্পিনাররা। সেখানে দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ মিলে মোট ৫টি উইকেট নিয়েছেন। যার মধ্যদ রানা শিকার করেছেন ৩টি উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট