Connect with us
ক্রিকেট

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার

Curtis Campher
আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ছবি: সংগৃহীত

পেশাদার ক্রিকেটে এক অভাবনীয় কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি পাঁচ বলে পাঁচটি উইকেট তুলে নিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন।

এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে, যেখানে তিনি মুন্সটার রেডসের হয়ে খেলছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন, সর্বোচ্চ ৪৪ রানের এক কার্যকরী ইনিংস খেলে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। বোলিংয়ে নেমে তিনি যেন একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন।

আরও পড়ুন:

» খাবি খাচ্ছে মিরাজ-লিটনরা, নিজের জাত চেনাচ্ছেন সাকিব

» গোল-অ্যাসিস্ট করে শারীরিক অবস্থার কথা জানালেন নেইমার

নর্থ ওয়েস্টের স্কোর যখন ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান, তখনই ক্যাম্ফারের জাদুর শুরু। তিনি ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট শিকার করেন। এরপর ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট নিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র পাঁচ বলে পাঁচটি উইকেট পূর্ণ করেন!

এর আগে এমন অসাধারণ রেকর্ড কেবল নারীদের ক্রিকেটেই বিদ্যমান ছিল। গত ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের কেলিস নডলোভু পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়ে প্রথম এই নজির স্থাপন করেছিলেন। এবার পুরুষদের ক্রিকেটে সেই তালিকায় যুক্ত হলো ২৬ বছর বয়সী ক্যাম্ফারের নাম।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট