
এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে এই সিরিজ। আফগান সিরিজ শেষেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড।
আগামী নভেম্বরের শুরুতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজে ২টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে রোববার (৪ অক্টোবর) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।
আগামী ১১-১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯-২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। দুটো ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি :
টেস্ট
প্রথম টেস্ট— ১১-১৫ নভেম্বর
দ্বিতীয় টেস্ট—১৯-২৩ নভেম্বর
টি-টোয়েন্টি
প্রথম টি-টোয়েন্টি— ২৭ নভেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি— ২৯ নভেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি— ২ ডিসেম্বর
আড়াই বছর পর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সবশেষ ২০২৩ সালের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আইরিশরা। ওই সিরিজে ওয়ানডেতে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ হারায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগারা। সিরিজের একমাত্র টেস্টেও জিতেছিল লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি
