Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে গ্রুপ রদবদলে রাজি নয় আয়ারল্যান্ড

BCB vs Ireland board
বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তনে আয়ারল্যান্ডের 'না'। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দিনে দিনে আরও স্পষ্ট হচ্ছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সঙ্গে চলমান আলোচনায় একপর্যায়ে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনার কথা উঠলেও সেই পথেও বড় বাধার মুখে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপপর্বের ম্যাচ ভারতে পড়েছে। এ অবস্থায় শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ থাকা কোনো দলের সঙ্গে গ্রুপ অদলবদলের বিষয়টি আলোচনায় আসে। সম্ভাব্য বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের নাম সামনে আসে, যেখানে বাংলাদেশকে তাদের জায়গায় অন্য গ্রুপে নেওয়ার কথা ভাবা হচ্ছিল।

তবে সেই সম্ভাবনা স্পষ্টভাবেই নাকচ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসির সঙ্গে যোগাযোগের পর তারা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না।



ক্রিকবাজকে দেওয়া বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বলেন, ‘আমাদের জানানো হয়েছে, বিশ্বকাপে আয়ারল্যান্ডের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ খেলব।’

এর আগে শনিবার ঢাকায় বিশ্বকাপ ইস্যুতে বিসিবি ও আইসিসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাঠানো বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, লজিস্টিক জটিলতা কম রেখে বাংলাদেশের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে সেই আলোচনা এখন পর্যন্ত কাগজে-কলমেই সীমাবদ্ধ।

সূচি অনুযায়ী আয়ারল্যান্ড রয়েছে এমন একটি গ্রুপে, যেখানে সব ম্যাচ শ্রীলঙ্কার ভেন্যুতে। বিপরীতে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচ নির্ধারিত হয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। এই বাস্তবতায় আয়ারল্যান্ড গ্রুপ বদল না করায় বাংলাদেশের সামনে বিকল্প পথ আরও সংকুচিত হয়ে এলো।

এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে বিসিবি ও আইসিসি একমত হয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট