Connect with us
ক্রিকেট

র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলল আয়ারল্যান্ড

Bangladesh vs Ireland women match
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ম্যাচ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি ফরমেটে বেশ বাজে সময় পার করছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে কোন জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিগার সুলতানারা।

এবার নিজেদের ধারাবাহিক বাজে পারফরম্যান্সে ফল পেল বাংলাদেশ নারী দল। গতকাল (শুক্রবার) মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে একধাপ পিছিয়ে দশম অবস্থানে চলে গেছে টাইগ্রেসরা। আর বাংলাদেশকে সরিয়ে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।

আরও পড়ুন:

» নারী ক্রিকেটে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করল আরব আমিরাত

» জিম্বাবুয়েকে হারাতে স্পিন উইকেট বানানো নিয়ে বাশারের প্রশ্ন

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে রয়েছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তা। বাংলাদেশের অবনমনের ফলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে।

পনেরোর বাকি দলগুলো হলো যথাক্রমে থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউগিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)।

এই র‍্যাঙ্কিং হালনাগাদের সাথে সাথে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১৬তম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত নতুন করে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছে। ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে যুক্তরাষ্ট্র।

ক্রিফোস্পোর্টস/৩মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট