বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিনের খেলায় আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে খেলতে নেমে আয়ারল্যান্ড ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেনি। এর ফলে প্রথম ইনিংস শেষে ২১১ রানের বড় লিড পায় বাংলাদেশ। লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার লোর্কান টাকার, তিনি ১৭১ বল মোকাবেলায় ৭ চারসহ ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া জর্ডান নিল ৪৯ ও স্টিফেন ডোয়েনি ৪৬ রান করেন। অন্যদিকে দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি করেন ২১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ছিলেন সবচেয়ে সফল। তিনি ৩৫.৩ ওভারে ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন। হাসান মুরাদ ৩ উইকেট ও খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট লাভ করেন। এবাদত হোসেন ১ উইকেট দখল করেন।
আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৮৮.৩ ওভারে। এই ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছিল, ফলে বাংলাদেশ এখন ২১১ রানের লিডে রয়েছে।
এদিকে সাকিবের রেকর্ডে ভাগ বসান তাইজুল। এখন টেস্টে সাকিব ও তাইজুল দুজনেরই উইকেট ২৪৬। টেস্টে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুজন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। আর একটি উইকেট পেলেই সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তাইজুল।
এর আগে প্রথম ইনিংসে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৪৭৬ রানের সংগ্রহ দাড় করিয়েছিল। নিজের শততম টেস্টে মুশফিক ১০৬ রান করে রেকর্ড বুকে নাম লেখান। অন্যদিকে লিটন করেন ১২৮ রান। এছাড়াও ফিফটির দেখা পেয়েছিলেন মুমিনুল হক।
সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস
বাংলাদেশ: ৪৭৬/১০
মুশফিকুর রহিম ১০৬
লিটন কুমার দাস ১২৮
এন্ডি ম্যাকব্রাইন ১০৯/৬
আয়ারল্যান্ড: ২৬৫/১০
লরকান টাকার ৭৫*
তাইজুল ৭৬/৪
লিড: বাংলাদেশ ২১১ রান
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/টিএ