Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

Ireland Cricket team
আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

নভেম্বরের বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) টাইগারদের মুখোমুখি হতে যাওয়া এই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।

আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। 

এর আগে সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশে সফরে এসেছিল আয়ারল্যান্ড। যেখানে মিরপুরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল উভয় দল। আর সেখানে লাল বলের ক্রিকেটে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে।



এর আগে ২০১২ সালে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ২০০৯ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের কাছে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। তাই অতীত ইতিহাস মাথায় রেখে আসন্ন সিরিজে কোন ধরনের ভুল করতে চাইবে না বাংলাদেশ।

আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যামফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেগ ইয়ং।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডিয়ার, রস অ্যাডিয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিস, জোশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট