বাংলাদেশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা যে আগের মতো নেই, সেটা নতুন করে বলার কিছু নেই। গ্যালারির ফাঁকা থাকা, বড় তারকাদের অনুপস্থিতি আর ধারাবাহিক বিতর্ক সব মিলিয়ে বিপিএল এখন অনেকটাই আগ্রহ হারিয়েছে। এই বাস্তবতাকে অস্বীকার করছেন না বিদেশি ক্রিকেটাররাও। সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, বড় খেলোয়াড় না আসার কারণেই বিপিএলের ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে না।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিপিএলের আকর্ষণ কমে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে মঈন সরাসরি ব্যস্ত সূচির দিকেই ইঙ্গিত করেন। তাঁর মতে, একই সময়ে একাধিক বড় লিগ চলাই বিপিএলের সবচেয়ে বড় সমস্যা। মঈন বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি সূচির সংঘাতই মূল কারণ। বিপিএল যখন হয়, তখনই অন্য বড় লিগগুলো চলছে।’
বর্তমানে বিপিএলের সঙ্গে একই সময়ে চলছে দক্ষিণ আফ্রিকার এসএ২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ও আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি। এই বাস্তবতায় শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পক্ষে বিপিএলে আসা কঠিন হয়ে পড়ে। ফলাফল হিসেবে দেখা যায় টুর্নামেন্টে বড় তারকাদের উপস্থিতি অনেক কমে যায়। এর কারণে দর্শকের আগ্রহ ও উপস্থিতি দুটোই কমছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লিগের ব্র্যান্ড ভ্যালু।
মঈনের কাছে আরেকটি বড় সমস্যা হলো মালিকানা পরিবর্তন। ঘন ঘন ফ্র্যাঞ্চাইজি মালিকানা বদল, দল পরিচালনায় অনিশ্চয়তা এসব বিষয় বিপিএলকে ক্ষতিগ্রস্ত করছে বলেই মনে করেন তিনি। ইংলিশ অলরাউন্ডারের মতে, ‘প্রায় প্রতি মৌসুমেই দল বদলে যায়। কে মালিক, কে দল চালাচ্ছে এটা মানুষ নিশ্চিতভাবে জানে না। এখানে সব সময় পরিবর্তন লেগেই থাকে।’
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বড় ধরনের ‘রিসেট’ দরকার বলেও মনে করেন মঈন। তাঁর মতে, পুরো কাঠামো নতুন করে গুছিয়ে আনতে সময় লাগবে, কিন্তু সেটাই একমাত্র পথ। মঈন বলেন, ‘এই জায়গাটায় স্থিরতা আনতে হবে। আশা করি পরের মৌসুমে জিনিসগুলো ভালো হবে। তবে এটা সময়সাপেক্ষ, অনেকটা রিসেটের মতো ব্যাপার।’
বিপিএল নিয়ে বিদেশি ক্রিকেটারের এমন সরাসরি মূল্যায়ন নতুন নয়, তবে মঈনের বক্তব্য আবারও বিপিএলের কাঠামো ও পরিকল্পনাতেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ
