
এবার মাঝপথেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আইপিএলের ম্যাচ। আজ বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব কিংস ও দিল্লির ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি চলাকালীন হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ার পর মাঝপথেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মূলত কারিগরি ত্রুটির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ধর্মশালায় এইচপিসিএ স্টেডিয়ামে গুরুতর কারিগরি ত্রুটির কারণে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস-এর মধ্যকার ম্যাচটি মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। স্টেডিয়াম এলাকাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচপিসিএ স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের যে অসুবিধার মুখে পড়তে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করছে বিসিসিআই।’
এদিন ধর্মশালায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়। যদিও এতে কোনো ওভার কাটা হয়নি। পাঞ্জাব টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভার পর্যন্ত খেলার সুযোগ পায়। এরপরেই একে একে তিনটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যায়। এরপর বেশকিছুক্ষণ বন্ধ ছিল খেলা। তবে মিনিট দশেক খেলা বন্ধ থাকার পরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
» এসএসসি পরীক্ষা বাদ দিয়ে শ্রীলঙ্কা সফর, কেমন খেললেন আজিজুল?
» পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ? কি সিদ্ধান্ত বিসিবির
খেলা বন্ধ হওয়ার আগে ১০.১ ওভার পর্যন্ত ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে ৩৪ বলে ৭০ রানের ইনিংস খেলে ফিরেন প্রিয়াংশ আর্য। ৫ চার ও ৬ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া ২৮ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন প্রবসিমরান সিং।
চলমান ভারত ও পাকিস্তানের সংঘাত বেশ প্রভাব ফেলছে দুই দেশের ক্রিকেটে। ভারতে আইপিএলের পাশাপাশি পাকিস্তানে চলছে পিএসএস। তবে রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলার কারণে পিএসএলের আজকের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে আইপিএলের একটি ম্যাচের ভেন্যুও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি
