Connect with us
ক্রিকেট

অস্থিরতার জেরে বন্ধ হতে পারে আইপিএল!

IPL trophy 2024
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে বলাই চলে। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিপুল হতাহতের ঘটনা ঘটিয়েছে ভারত। জবাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমানবাহিনী। দুই দেশের মধ্যে যখন অস্থিরতা চরমে, তখন ভবিষ্যৎ কী হবে চলমান আইপিএলের?

বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গেলে থাকেন বিভিন্ন দেশের অসংখ্য ক্রিকেটার। ভারতে চলমান এমন যুদ্ধাবস্থায় দেশটিতে থাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিদেশি ক্রিকেটাররা। বিষয়টি বিবেচনায় এনে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এমন অবস্থায় দেশে জমজমাট ভাবে একটি ক্রিকেটীয় টুর্নামেন্ট চালিয়ে নেওয়া ঠিক হবে কিনা?

এদিকে আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল দেশটির এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তারা। যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত রয়েছেন তারা। দেশটির সরকার যদি মনে করে এই সময়ে আইপিএল চালিয়ে নেওয়া ঠিক হবে না, তবে টুর্নামেন্ট স্থগিত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আরও পড়ুন:

» ‘ইন্টার’ পরীক্ষায় ফেল করে বার্সেলোনার টার্গেট এল ক্লাসিকো

» ৭০ বছরের ইতিহাসে প্রথম! বার্সা-মিলান সেমিতে বিরল ঘটনা

আইপিএল কি বন্ধ করা হবে, এমন প্রশ্নে অরুন ধুমাল জানান, ‘সবার আগে আমাদের দেশ। সরকার যা যা সিদ্ধান্ত নেবে বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত আমাদের সব সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুসারেই নেওয়া হবে।’

তবে এখনই আইপিএল বন্ধ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন অরুন ধুমাল, ‘পুরো পরিস্থিতির উপর নজর রাখছে আইপিএল পরিচালন কমিটি। এখানে অনেক গুজবও শোনা যাচ্ছে। সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যদি দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা সেটার জন্য প্রস্তুত। দেশ এবং সরকারের পাশে সবসময় আছি।’

উল্লেখ্য, সূচি অনুযায়ী চলমান আইপিএলের পর্দা নামার কথা আগামী ২৫ মে। বর্তমানে গ্রুপ পর্বের শেষ দিকের খেলা চলমান। গ্রুপ পর্বের প্রতিটি দলের এখনো অন্তত সাতটি করে ম্যাচ বাকি। দলগুলো লড়াই করছে প্লে অফে জায়গা নিশ্চিত করা লক্ষ্যে। ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তবে স্থগিত হয়ে যেতে পারে চলমান এই টুর্নামেন্ট।

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট