Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ঘরের মাঠে খেলা হচ্ছে না আইপিএল ম্যাচ!

RCB trophy event in Bengaluru with Virat Kohli and others
শিরোপা হাতে বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা শেষে গেল আসরে প্রথমবারের মতো আইপিএলে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদযাপনে মেতেছিল বিরাট কোহলিরা। তবে মুহূর্তেই সেখানে ছেয়ে যায় শোকের মাতম।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইভেন্ট আয়োজকদের অব্যবস্থাপনার কারণে শিরোপা উৎসবে এসে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যার কারণে গত নারী ওয়ানডে বিশ্বকাপেও কোনো ম্যাচ খেলা হয়নি এই মাঠে। এমনকি আসন্ন আইপিএলেও এই স্টেডিয়ামে খেলতে চাইছে না বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি।

তবে লম্বা সময় ধরে এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই নিজেদের হোম ম্যাচ খেলে আসছিল বেঙ্গালুরু। কিন্তু এবার নিজেদের সেই ঘরের মাঠেই খেলবে না দলটি। টুর্নামেন্টে নিজেদের হোম ম্যাচ খেলতে পারে ভিন্ন কোনও শহরে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ এর প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর হোম ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে মহারাষ্ট্রে পুনের গাহুনজে স্টেডিয়ামে।



শিরোপা জয়ের পর ভয়াবহ সেই ট্র্যাজেডিতে চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাই এই মাঠে আর খেলতে চায় না বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এমনকি ভিন্ন রাজ্যে তাদের হোম ম্যাচ খেলার দিকেই এগিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যে পুনেতে খেলার বিষয়ে তাদের আলোচনার কথা জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পাই।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পুনেতে বেঙ্গালুরুর ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। তবে চূড়ান্ত হয়নি কিছু। কর্ণাটকে ওদের একটা সমস্যা আছে। ওখানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তাই ওরা চাইছে অন্য কোনো মাঠে খেলতে। আমরা আমাদের স্টেডিয়ামে খেলার প্রস্তাব ওদের কাছে রেখেছি। প্রাথমিক কথাবার্তা হয়েছে। কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা এখনো বাকি। যদি সব ঠিকঠাক থাকে তা হলে পুনেতেই বেঙ্গালুরুর সব ম্যাচ হবে।’

চিন্নাস্বামী স্টেডিয়ামের ইভেন্ট ম্যানেজমেন্টের সেই অব্যবস্থাপনার জন্য আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচও রাখা হচ্ছে না এই মাঠে। এদিকে সাবেক ফ্র্যাঞ্চাইজি পুনে ওয়ারিয়ার্স গাহুনজে স্টেডিয়ামেই নিজেদের হোম ম্যাচ গুলো খেলত। এবার এক দশকের লম্বা বিরতি শেষে পুনের গাহুনজে স্টেডিয়ামে ফিরতে পারে আইপিএল।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট