Connect with us
ক্রিকেট

আইপিএল : হায়দরাবাদকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে এল গুজরাট

হায়দরাবাদকে ৩৮ রানে হারিয়েছে গুজরাট। ছবি- সংগৃহীত

জয়ে ফিরল গুজরাট টাইটান্স। নিজেদের শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে দুইশোর বেশি রান করেও জিততে পারেননি শুবমান গিলরা। তবে এবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরেছে দলটি।

শুক্রবার (২ মে) হায়দরাবাদকে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে গুজরাট। চলতি আইপিএলে এটি ছিল তাদের সপ্তম জয়। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে দলটি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট শুবমান গিলদের। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মুম্বাই।

এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হায়দরাবাদ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন শুবমান গিল। ৩৮ বলে ১০ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান গুজরাট অধিনায়ক।

আরও পড়ুন:

» শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ২৩ বছরের ব্যাটার

» ‘আমরা তারকা ক্রিকেটার কিনি না, তৈরি করি’ 

তিনে নামা জস বাটলারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান। ৩৭ বলে ৩ চার ও চার ছক্কার মারে ইনিংসটি সাজান এই ইংলিশ ব্যাটার। এছাড়া সাই সুদর্শন ২৩ বলে ৪৮ এবং ওয়াশিংটন সুন্দর ১৬ বলে ২১ রান করেন।

গুজরাটের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জয়দেব উনাদকাট। এছাড়া প্যাট কামিন্স ও জিশান আনসারি একটি করে উইকেট শিকার করেন।

জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। দলে হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। ৪১ বলে ৪ চার ও ৬ ছক্কার মারে এই রান করেন তিনি।

এছাড়া বাকি কেউই ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেনি। হ্যানরিখ ক্লাসেন ১৮ বলে ২৩, নীতিশ কুমার রেড্ডি ১০ বলে ২১, ট্রাভিস হেড ১৬ বলে ২০ এবং প্যাট কামিন্স ১০ বলে ১৯ রান করেন। গুজরাটের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও প্রদীশ কৃষ্ণা। এছাড়া একটি করে উইকেট নেন জেরাল্ড কোয়েটজি ও ইশান্ত শর্মা।

সংক্ষিপ্ত স্কোর :

গুজরাট টাইটান্স: ২২৪/৬ (২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৮৬/৬ (২০ ওভার)
ফলাফল: গুজরাট টাইটান্স ৩৮ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট