Connect with us
ক্রিকেট

আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের

IPL auction
আইপিএল নিলাম। ছবি: সংগৃহীত

২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম। রিটেইন ও ট্রেডের ধাপ আগেই শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে পূর্ণ নিলামের মতো বড় আকার না হলেও, দল গঠনের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণেই মূলত নিলামে নামবে দলগুলো।

এরই মধ্যে খেলোয়াড় ধরে রাখা ও ট্রেড সম্পন্ন করার পর প্রতিটি দলের বাজেটের চিত্র স্পষ্ট হয়েছে। কোন দলের হাতে এখনো কত টাকা আছে, নিলাম থেকে সর্বোচ্চ কতজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে এবং বিদেশি কোটা কতটা খালি এই হিসাবেই এখন নজর সবার।

সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। এই অর্থ দিয়ে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ আছে ছয়জন।



অন্যদিকে সবচেয়ে কম বাজেট নিয়ে নিলামে নামছে মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের শিরোপাজয়ী দলটির হাতে অবশিষ্ট আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই বাজেটে তারা সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় নিতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ মাত্র একজনের।

মিনি নিলাম হলেও দলগুলোর কৌশলে গুরুত্ব কম নয়। ব্যাকআপ খেলোয়াড়, নির্দিষ্ট পজিশনে কার কোথায় ঘাটতি রয়েছে কিংবা কোন দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি সব মিলিয়েই ফ্র্যাঞ্চাইজিগুলো নামবে নিলামের টেবিলে। বাজেটের পার্থক্য থাকলেও, যথাযথ পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় নির্বাচনই বদলে দিতে পারে একটি দলের মৌসুম।

এদিকে, আইপিএল কর্তৃপক্ষ প্রকাশিত নিলামের চুড়ান্ত তালিকায় আছেন সাত বাংলাদেশি। তারা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান। নিলামে প্রাথমিক তালিকায় সাকিব আল হাসানের নাম ভিত্তিমূল্য এক কোটি টাকাতে থাকলেও পরবর্তীতে নিলামের চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। তবে সম্প্রতি ফর্ম বিবেচনায় এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে দলগুলোর আগ্রহ অনেক বেশি রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট