আবারও আইপিএল নিলামও অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বাইরে। এবার নিলামের সম্ভাব্য ভেন্যু হিসেবে তালিকায় এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সর্বভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নিলামের সম্ভাব্য তারিখ আগামী ১৫ বা ১৬ ডিসেম্বর। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।
আইপিএল গভর্নিং কাউন্সিল সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত দুটি আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হয়েছিল আমিরাতের দুবাই ও সৌদির জেদ্দায়। এবারও সেই ধারাবাহিকতায় ভারতের বাইরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বিসিসিআই এর একটি সূতের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিলামের সময় ভারতে বিয়ের মৌসুম চলায় হোটেল স্বল্পতার সমস্যা হয়। তাই ভারতের বাইরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ১৭ ডিসেম্বর থেকে অ্যাশেজ সিরিজ শুরু হবে- সম্প্রচারকারীদের সুবিধার্থেই তার আগে নিলাম শেষ করার পরিকল্পনা করছে বিসিসিআই।
জানা গেছে, এবারের নিলাম হবে ‘মিনি অকশন’, যেখানে দলগুলো মূলত চোট পাওয়া ক্রিকেটারদের পরিবর্তে নতুন খেলোয়াড় নেবে এবং দুর্বল জায়গাগুলো পূরণের চেষ্টা করবে।
সব দলকে ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এসএ