আসন্ন ২০২৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে। তিনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভকে আসন্ন আইপিএলে দলটির প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে।
আগামী আইপিএল শুরু হবে ২০২৭ সালের ১৪ মার্চ।
জানা গেছে, এর আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদ ছাড়তে পারেন তিনি। সে সময়ের মধ্যে যদি তিনি সিএবি দায়িত্বে থাকেন, তাহলে আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ফলে ২০২৬ সালের নভেম্বরের ছোট নিলামে দিল্লির কোচ হিসেবে নিলাম টেবিলে তার উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বর্তমানে সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে চমৎকার উপভোগ করছি। দল গঠন, নিলাম পরিকল্পনা থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ- সবকিছুতেই কাজ করেছি, যদিও ডাগআউটে ছিলাম না।
তিনি বলেন, ২০১৯ ও ২০২০ সালে দিল্লির সঙ্গে কাজ করেছি। ২০২৩ সাল থেকে আবার সক্রিয়ভাবে যুক্ত আছি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতির দায়িত্বে থাকায় কিছু বছর কাজ করতে পারিনি। তবে মেয়াদ শেষ হতেই ফিরে এসেছি।
ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন সৌরভ।
এ বছর পূর্ণ সময় দিচ্ছি। সামনের আইপিএলগুলোতেও দিল্লির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করব-যোগ করেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের মালিকানা জিএমআর ও জেএসডব্লিউ শিল্প গোষ্ঠীর। নিয়ম অনুযায়ী, দুবছর পরপর একেক শিল্প গোষ্ঠী দলের মূল দায়িত্ব পালন করে। ২০২৫-২৬ মৌসুমে দায়িত্ব নেয় জিএমআর-এর, আর ২০২৭ থেকে জেএসডব্লিউ গোষ্ঠী দায়িত্ব নেবে। জেএসডব্লিউ বর্তমানে এসএ টি২০ লিগে প্রিটোরিয়ার মালিক, যার প্রধান কোচ সৌরভ। ফলে জেএসডব্লিউ দায়িত্বে ফেরার পর ২০২৭ সালে দিল্লির প্রধান কোচ হিসেবে সৌরভের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/এনজি