Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৬ : একনজরে ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

IPL 2026_All Teams Squad
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি- সংগৃহীত

আইপিএলের আসন্ন আসরের আগে সম্পন্ন হলো নিলাম। আগামী বছরের মার্চে পর্দা উঠতে পারে আইপিএলের ১৯তম আসরের। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে। 

এবার মিনি নিলাম হওয়ায় বেশিরভাগ খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ পেয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। রিটেনশনের সময় সবচেয়ে কম ১২ জন খেলোয়াড় ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তাই নিলামে সবচেয়ে বেশি ৬৪.৩ কোটি রুপি নিয়ে নেমেছে ফ্রাঞ্চাইজিটি এবং চড়া দামে ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।

আজকের নিলামের সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম এটি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে শ্রীলঙ্কান পেসার মাতিশা পাথিরানাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।



বিদেশিদের মধ্যে বাংলাদেশ থেকে আছেন মুস্তাফিজুর রহমান। তাকেও ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা। আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন কাটার মাস্টার।

Mustafizur Rahman_KKR

এবার কেকেআরের জার্সিতে আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান। ছবি- কেকেআর

সবমিলিয়ে এবারের মিনি নিলামে ২১৫.৪৫ কোটি রুপি খরচ করে ৭৭জন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্রাঞ্চাজিগুলো। তাদের মধ্যে ২৯ জন্য বিদেশি, বাকিরা স্থানীয়। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি ২৫ জনের কোটা পূরণ করলেও গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস বিদেশির সর্বোচ্চ কোটা স্পর্শ করেনি। ৭জন করে বিদেশি দলে নিয়েছে এই দুল দল।

২০২৬ আইপিএলে ১০টি ফ্রাঞ্চাইজির পূর্ণাঙ্গ স্কোয়াড :

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রজত পাটিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, রসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কণিষ্ক চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওস্তওয়াল, সত্বিক দেশওয়াল।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, রামকৃষ্ণ ঘোষ, শিবম দুবে, উর্বিল প্যাটেল (উইকেটরক্ষক), অংশুল কাম্বোজ, খালিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, গুরজাপনীত সিং, জেমি ওভারটন, আকিল হোসেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, ম্যাথিউ শর্ট, আমন খান, সরফরাজ খান, রাহুল চাহার।

কলকাতা নাইট রাইডার্স

অজিঙ্কা রাহানে, অংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, মাথিশা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, আকাশ দীপ, রাচিন রবীন্দ্র, দাক্ষ কামরা, সার্থক রঞ্জন।

সানরাইজার্স হায়দরাবাদ

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর স্মরণ, ইশান কিষাণ, হাইনরিখ ক্লাসেন, নিতিশ রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষাল প্যাটেল, ব্রাইডন কার্স, প্যাট কামিন্স (অধিনায়ক), জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন, শিবাং কুমার, সলিল আরোরা, সাকিব হুসেন, ওঙ্কার তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে, ক্রেইনস ফুলেত্রা, জ্যাক এডওয়ার্ডস, শিবম মাভি।

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিনজ, রায়ান রিকেলটন, হার্দিক পান্ডিয়া, নামান ধীর, মিচেল স্যান্টনার, উইল জ্যাকস, করবিন বোশ, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, অশ্বনী কুমার, রাঘু শর্মা, এএম গজনফার, কুইন্টন ডি কক, শার্দুল ঠাকুর, শেরফেন রাদারফোর্ড, মায়াঙ্ক মারকাণ্ডে, মায়াঙ্ক রাওয়াত, অথর্বা আঙ্কোলেকার, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার।

দিল্লি ক্যাপিটালস

নিতিশ রানা, কুলদীপ যাদব, কেএল রাহুল, মিচেল স্টার্ক, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, দুশমন্ত চামিরা, করুণ নায়ার, সমীর রিজভি, টি নটরাজন, ত্রিপুরানা বিজয়, বিপ্রাজ নিগম, মুকেশ কুমার, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, আউকিব দার, পাথুম নিশাঙ্কা, ডেভিড মিলার, বেন ডাকেট, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, পৃথিবী স্ব, সাহিল পারাখ।

রাজস্থান রয়্যালস

রবীন্দ্র জাদেজ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, স্যাম কারান, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, ক্বেনা মাফাকা, শুভম দুবে, শিমরন হেটমায়ার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, সন্দীপ শর্মা, যুধভীর চারক, রবি বিষ্ণোই, সুশান্ত মিশ্র, যশ রাজ পুঞ্জা, ভিগনেশ পুথুর, রবি সিং, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।

গুজরাট টাইটান্স

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, গুরনূর সিং ব্রার, রশিদ খান, মানব সুথার, সাই কিশোর, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, জেসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়াড়া।

লখনৌ সুপার জায়ান্টস

আবদুল সামাদ, আয়ুষ বাদোনি, এইডেন মার্করাম, ম্যাথিউ ব্রিটস্কি, হিম্মত সিং, ঋষভ পান্ত (অধিনায়ক), নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, মনিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, জশ ইংলিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আনরিখ নর্টজে, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, নামান তিওয়ারি, মোহাম্মদ শামি, অর্জুন টেন্ডুলকার।

পাঞ্জাব কিংস 

প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুশীর খান, পায়লা অভিনাশ, হারনূর পান্নু, সূর্যাংশ শেডগে, মিচেল ওউন, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, বৈশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, বিষ্ণু বিনোদ, বেন ডয়ারশুইস, কুপার কনলি, বিশাল নিশাদ, প্রবীণ দুবে।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট