
গত আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর আগামী আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলের ব্যাটিং ধারাবাহিকতার ঘাটতি ও চোট-আঘাত ভোগালেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, পরের আইপিএলে দলের নেতৃত্বে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এক অনুষ্ঠানে ধোনি বলেন, দলের ব্যাটিং অর্ডার নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছি। তবে মনে হচ্ছে সেই সমস্যার সমাধান পাওয়া গেছে। রুতুরাজ চোটের জন্য মাঝপথে ছিটকে গিয়েছিল, কিন্তু সে কামব্যাক করছে। ও ফিরে এলে আমাদের অনেক সমস্যাই মিটে যাবে।
গত আইপিএলে রুতুরাজের অনুপস্থিতিতে ধোনিই অধিনায়কত্বের দায়িত্ব নেন। তবে দল ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে (১০ নম্বরে) শেষ করে। ফলে নতুন আসরে আবারও রুতুরাজকে নেতৃত্বে দেখতে পাওয়া প্রায় নিশ্চিত।
ধোনি স্বীকার করেন, গত দুটি আসরে সিএসকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি।
তিনি বলেন, আমি বলছি না যে দল খারাপ খেলেছে। কিন্তু কিছু জায়গায় ত্রুটি ছিল। ডিসেম্বরে মিনি অকশন রয়েছে। সেখানে আমরা স্কোয়াডের ঘাটতি পূরণের চেষ্টা করব।
তিনি আরও যোগ করেন, শেষ দুটি আসর আমাদের ভালো যায়নি কিন্তু ভুল থেকে শেখা জরুরি। আমাদের আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়, তারপরই সমাধান খুঁজতে হবে। খারাপ সময় আসতেই পারে, কিন্তু এখন আমাদের নজর সামনে।
ধোনি বলেন, সিএসকে’র সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। ২০০৫ সালে চেন্নাইয়েই আমার টেস্ট অভিষেক হয়েছিল। সেই থেকেই একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। চেন্নাই আমাকে অনেক কিছু দিয়েছে। এজন্যই আমি আইপিএলের সময় ৪০-৫০ দিন এখানেই থাকি।
চেন্নাইয়ের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। তার মতে, এই সমর্থকরাই দলের জন্য সবচেয়ে বড় শক্তি।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/এসএ/এনজি
