Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৫ : এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিলেন স্পিনার

Chahal takes his second hattrick in IPL
২০২৫ আইপিএলের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন চাহাল। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পাঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ৪৯তম ম্যাচে চেন্নাই কিংসের বিপক্ষে এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। এটি ছিল আইপিএলের ইতিহাসে তার দ্বিতীয় হ্যাটট্রিক।

বুধবার (৩০ এপ্রিল) এম.এ চিদম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট করে দেয় পাঞ্জাব। চেন্নাইয়ের হয়ে ৪৭ বলে ৮৮ রান করেন স্যাম কারান। এছাড়া ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে আসে ৩২ রান।

পাঞ্জাবের হয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন চাহাল। এছাড়া ২টি করে উইকেটের দেখা পান আর্শদীপ সিং ও মার্কো জ্যানসেন।

আরও পড়ুন:

» প্রত্যাবর্তনের টেস্টে দারুণ জয়, এনামুলের আবেগঘন বার্তা

» আইপিএল ২০২৫ : শেষ চারে যেতে কার সামনে কী সমীকরণ? 

এদিন শুরুর দুই ওভারে কোনো উইকেটের দেখা পাননি চাহাল। ইনিংসের ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। প্রথম বলেই ছক্কা হাকান এমএস ধোনি। তবে পরের বলেই ধোনির উইকেট তুলে নেন এই স্পিনার। বাউন্ডারি লাইনে ক্যাচ আউটের শিকার হন এই উইকেটরক্ষক ব্যাটার।

তৃতীয় বলে ২ রান দিয়ে চতুর্থ বলে তুলে নেন দীপক হুদার উইকেট। তিনি ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ওভারের পঞ্চম বলে তার শিকার আনশুল কম্বোজ। দুর্দান্ত এক বলে তার স্টাম্প ভাঙেন চাহাল। এরপর শেষ বলে নুর আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্পিনার।

এর আগে ২০২২ আইপিএলে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন চাহাল। রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই স্পিনার। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে যুবরাজ সিংকে ছুঁয়ে ফেলেছেন চাহাল। ২০০৯ আইপিএলে ২ টি হ্যাটট্রিক করেছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ৩ হ্যাটট্রিক নিয়ে তালিকার শীর্ষে আছেন অমিত মিশরা। ২০০৮, ২০০৯ ও ২০১৩ আইপিএলের হ্যাটট্রিক করেছিলেন এই সাবেক।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট