Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৫ : ইতিহাস গড়ে মুস্তাফিজকে ডাকল দিল্লি!

Mustafizur rahman IPL
ফিজ এবার ইতিহাসের সর্বোচ্চ দামে আইপিএলে ডাক পেয়েছেন। ছবি- সংগৃহীত

২০১৬ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ প্রায় এক দশকে সাতটি আসরে অংশ নিয়েছেন এই কাটার মাস্টার। যে দলেই খেলেছেন নিজের জাত চিনিয়েছেন—কিন্তু পারিশ্রমিকের বেলায় বিষয়টা ছিল ‘এই তো বেশি!’ প্রতিবারই তার দাম ঠেকেছে ভিত্তি মূল্যের আশপাশে।

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স টাইগার পোস্টারবয়কে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল। এটি ছিল প্রায় দশকজুড়ে আইপিএল খেলা মুস্তাফিজের সর্বোচ্চ পারিশ্রমিক। দুই অংকের ঘরে ঘুরতে থাকা ফিজ এবার ইতিহাসের সর্বোচ্চ দামে আইপিএলে ডাক পেয়েছেন। ২ কোটি ভিত্তি মূল্যের এই ক্রিকেটারকে ৬ কোটি রুপিতে দলে ডেকেছে দিল্লি ক্যাপিটালস।

বরাবর আইপিএলে সফল মুস্তাফিজককে নিয়ে চলমান ২০২৫-এর আসরের আগে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহই দেখায়নি। এমনকি বাংলাদেশের কোনো ক্রিকেটারই এবার সুযোগ পাননি। অথচ নিয়তির খেলা যেন আইপিএল নিজেই দেখল! সেই মুস্তাফিজকেই আসরের মাঝ পথে ইতিহাসের সর্বোচ্চ দামে দলে ডেকেছে দিল্লি।


আরও পড়ুন

» ব্যাটে-বলে উজ্জ্বল মিরাজকে দারুণ খবর দিলো আইসিসি

» প্রথম বহরে আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তামিম-রিশাদরা


ডাকবে না কেন—আইপিএল যে এখন ঘর পোড়া গরু! সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরটি ছন্নছাড়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি হাফ ছেড়ে বাঁচে দুদেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পর। কিন্তু যা ক্ষতির তা তো আগেই হয়ে গেছে—ভারত ছেড়ে গেছেন অনেকে বিদেশি ক্রিকেটার। তবে আইপিএল ফিরলেও অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দিল্লি শিবিরে আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আর এতেই যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’, দলের শক্তি বাড়াতে তৃতীয় বারের মতো টাইগার এই কাটার মাস্টারের দিকে হাত বাড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দলটির হয়ে ২০২২ ও ২০২৩ মৌসুমে খেলেছেন ফিজ।

Mustafizur Rahman Road to Ipl

Mustafizur Rahman Road to Ipl

এদিকে আগেই ঘোষণা করা হয়েছিল ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। পরদিন ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

এই অবেলায় দিল্লি থেকে ডাক এসেছে—মুস্তাফিজ কী সেই ডাকে সাড়া দেবেন? তিনি চাইলেও কী যেতে পারবেন? কেননা সামনে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তাই প্রশ্ন থেকে যায়- জাতীয় দলের খেলা ফেলে লিগ খেলার অনুমতি দেবে বোর্ড? মুস্তাফিজকে দিল্লি ডাকলেও বোর্ডের এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে অনিশ্চয়তা থাকছে।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদ মাধ্যমকে বলেন, ‘দিল্লি হয়তো আগেই খেলোয়াড়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে ঘোষণা দিয়েছে। তবে এ নিয়ে আমার কাছে আপাতত কোনো তথ্য নেই। কেউ এখনো কোনো এনওসির জন্য আবেদন করেনি।’

এক নজরে আইপিএলে মুস্তাফিজ অধ্যায়-

২০১৬ আইপিএলে অভিষেক হয় তরুণ ক্রিকেটার মুস্তাফিজের। সেই আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে তার বড় ভূমিকা ছিল। ৬.৯০ ইকোনমিতে বল করে শিকার করেছিলেন ১৭ উইকেট। আসর শেষে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন মুস্তাফিজ। এছাড়া সঙ্গী করেন ‘ফিজ’ নামটিও! শিরোপা জয়ী কোচ টম মুডি মুস্তাফিজে বিস্মিত হয়ে দিয়েছিলেন এই নামটি।

এরপর আপিএলে একে একে ছয়টি আসর খেলেছেন মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদ-দিল্লি ছাড়াও মুস্তাফিজ খেলছেন- মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। শুরুর আসরটি দুর্দান্ত হলেও দীর্ঘ সময়ে মুদ্রার উল্টো পিঠও দেখেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। সাত আসরে আইপিএল থেকে তার মোট আয় প্রায় ১৪.৮০ কোটি রুপি। এবার আসরের মাঝ পথেই পেলেন ৬ কোটি রুপির ঘোষণা।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট