
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আসন্ন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ সিরিজের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে ফয়সালাবাদে। সবশেষ ২০০৮ সালে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুটিতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই রাখা হয়েছে এই ভেন্যুতে।
অবশ্য গত মে-জুনে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা ছিল পিসিবির। সেই সিরিজের দুটি ম্যাচ সেখানে আয়োজনের পরিকল্পনা করেছিল তারা। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে শেষ পর্যন্ত সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এশিয়া কাপ শেষে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
আগামী ১২ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২০ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রের খেলা শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
এরপর ২৮ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথল ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর ফয়সালাবাদে যাবে দুই দল। সেখানে ৪, ৬ ও ৮ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/বিটি
