Connect with us
ক্রিকেট

১৯ বছর পর বগুড়ার মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

Bagura Shaheed Chandu stadium
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

২০০৬ সালের পর থেকে অবহেলায় পড়ে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক কোনো ইভেন্ট হয়নি সেই মাঠে আর। তবে দীর্ঘ ১৯ বছর পর আক্ষেপ ঘুচতে যাচ্ছে বগুড়াবাসীর। আবারো তারা পেতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ।

চলতি মাসেই শহীদ চান্দু স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। মজার বিষয় দীর্ঘদিন পর বগুড়ার মাটিতে হতে যাওয়া এই খেলা দেখতে টিকিট কাটতে হবে না দর্শকদের। অবশ্য সেটা জাতীয় দলের কোন খেলা নয়। অনুষ্ঠিত হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দুই ওয়ানডে ম্যাচ।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তানের যুব দল। জানা গেছে আগামীকাল ২০ অক্টোবর বগুড়ার মাটিতে পা রাখবে আফগান অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। সেখানে সপ্তাহখানেকের অনুশীলন শেষে আগামী ২৮ ও ৩১ অক্টোবর চান্দু স্টেডিয়ামে এই দুটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।



সম্প্রতি বগুড়ায় আরডিএ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবু ক্রিকেটার পাশাপাশি সেখানকার সামগ্রিক দিক উন্নয়নের কথা জানান, ‘ক্রিকেট আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বগুড়ার মানুষ হিসেবে আমার প্রথম প্রাধান্য হবে চান্দু স্টেডিয়াম সংস্কার করা এবং আন্তর্জাতিক ম্যাচ চালু রাখা। তবে এজন্য বিমানবন্দর, হোটেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।’

বগুড়ায় বিমানবন্দর থাকলে আসন্ন বিপিএলে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও ছিল চান্দু স্টেডিয়ামে। এই বিসিবি পরিচালক বলেন, ‘যদি বগুড়ায় বিমানবন্দর চালু থাকত, তাহলে এবারের বিপিএলের তিন থেকে চারটি ম্যাচও এখানে আয়োজন করা যেত। তবু আমরা আনন্দিত, অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক পাঁচ ম্যাচের সিরিজের দুইটি বগুড়ায় হচ্ছে—এটাই বড় শুরু।’

চান্দু স্টেডিয়ামে সর্বশেষ বড় ম্যাচ হয়েছিল ২০০৬ সালে, যখন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসদের মতো তারকারা খেলতে এসেছিলেন। তারও আগে ২০০৪ সালে এই মাঠে খেলেছিলেন ব্রেন্ডন টেইলর, এলটন চিকামবুরার মতো তারকারা। বগুড়াবাসী আশা করতেই পারে যুব দলের আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে আবারও এই মাঠে পদচারণা শুরু হবে তারকা ক্রিকেটারদের।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট