
চোট যেন নিত্যদিনের সঙ্গী ব্রাজিলিয়ান তারকা নেইমারের। নেইমার ইউরোপে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন—এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ইউরোপীয় গণমাধ্যমে। গুঞ্জন সত্যি হলে ইতালির দুই ক্লাব ইন্টার মিলান ও নাপোলি নেইমারকে দলে ভেড়াতে চায় বলে দাবি করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।
চলতি বছরের শেষের দিকে শেষ হবে নেইমারের সঙ্গে ব্রাজিলের ক্লাব সান্তোসের চুক্তি। ফলে চাইলে নতুন ক্লাবে নাম লেখাতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে ইউরোপের কোনো বড় ক্লাবে যোগ দেবেন বলে গুঞ্জন উঠেছে ইউরোপীয় গণমাধ্যমে। বিশেষ এক সূত্রের মাধ্যমে জানা যায়, গত গ্রীষ্মকালেই নেইমারকে প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান। তবে তখন আলোচনা না এগোলেও এখন দুই পক্ষই আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যম।
তবে ইনজুরি যেন পিছু ছাড়ছে না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। চোটের কারণে জাতীয় দল থেকেও বেশ কিছুদিন হলো দূরে আছেন নেইমার। অপেক্ষা জাতীয় দলে ফেরার। ইউরোপে নেইমারের ক্যারিয়ার ছিল বেশ সাফল্যমণ্ডিত। বার্সেলোনা ও প্যারিস সাঁ-জার্মাঁর (পিএসজি) হয়ে খেলেছেন ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত। এক দশকের এই ক্যারিয়ারে গড়েছেন হাজারো রেকর্ড, দলের হয়ে গোল করেছেন, জিতেছেন শিরোপা।
এবার ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে যুক্ত হতে চান কোনো ইউরোপীয় ক্লাবে। জাতীয় দলে ফিরতে হলে দেখাতে হবে পারফরম্যান্স। ব্রাজিলের বর্তমান কোচ আনচেলত্তি খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে মূল্যায়ন করেন, নাম দেখে নয়। তাই দলে ফিরতে নেইমারকে মোকাবিলা করতে হবে বড় চ্যালেঞ্জ।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এনজি
