Connect with us
ফুটবল

মেসির প্রত্যাবর্তনে ইন্টার মায়ামির নাটকীয় জয়

ম্যাচ শেষে মেসিদের উচ্ছ্বাস। ছবি - সংগৃহীত

নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। ফিরেছেন নিজের চেনা রূপেই। বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব আটলাসের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকেই তেলাসকো সেগোভিয়া গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৮২ মিনিটে রিভালদো লোজানোর গোলে সমতায় ফেরে আটলাস। কিন্তু ম্যাচের নাটকীয় মোড় আসে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে। মেসির নিখুঁত পাসে মার্সেলো ভিগান্ট গোল করলে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। প্রথমে অফসাইড ধরা পড়লেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করেছিল আটলাস। তবে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো একাধিক সেভ করে দলকে রক্ষা করেন।

এই ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো দি পলের। জাতীয় দলের সতীর্থ এখন ক্লাবেও এক সাথে খেলছেন। মেসির ছায়াসঙ্গী হিসেবেই খ্যাত দি পলকে অনেকেই ‘মেসির দেহরক্ষী’ বলেও অভিহিত করেন।

প্রসঙ্গত, অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল এমএলএস কর্তৃপক্ষ।

ক্রিফোস্পোর্টস/৩১ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল