Connect with us
ফুটবল

আর্সেনালকে হারিয়ে ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ পিএসজি

PSG beat Arsenal in UCL semi-final
আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে দেখা গিয়েছিল বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার এক জমজমাট ম্যাচ। যেখানে ১৩ গোলের রেকর্ড দুই লেগ উপভোগ করেন দর্শকরা। তবে সেই বিবেচনায় কিছুটা সাদামাটা ম্যাচ গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে দেখাল আর্সেনাল ও পিএসজি।

প্রথম লেগের খেলায় প্রতিপক্ষের মাঠেই থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ফরাসি জায়ান্ট পিএসজি। তাই আজ ড্র করলেও ফাইনালের পথে এগিয়ে যাবে তারা, এমনটাই ছিল সমীকরণ। তবে সেই ম্যাচে গতকাল ২-১ গোলের জয়ে সহজেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে এদিন ম্যাচের ২৭তম মিনিটেই লিড নিয়ে নেয় ফরাসি জায়ান্টরা। এই গোলটি করেন স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ। এরপর দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আশরাফ হাকিমির গোলে লিড আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। এর চার মিনিট বাদে বুকায়ো সাকার গোলে কেবল ব্যবধান কমায় আর্সেনাল। 

আরও পড়ুন:

» পিএসএলে নাহিদ রানার পেশোয়ারের ম্যাচসহ আজকের খেলা (৮ মে ২৫)

» অবশেষে চেন্নাইয়ের জয়, ঘরের মাঠে পারল না কলকাতা

উল্লেখ্য, গতকাল বার্সেলোনাকে পরাজিত করে ইউসিএলের ফাইনালে জায়গা করে নেয় ইন্টার মিলান। যেখানে নানা নাটকীয়তায় ঠাসা ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নেয় তারা। এর আগে প্রথম লেগে ম্যাচ হয়েছিল ৩-৩ গোলে ড্র। তবে শেষ পর্যন্ত বার্সাকে হতাশায় ডুবিয়ে ফাইনালের টিকিট কাটে ইন্টার। যেখানে তারা এবার কঠিন প্রতিপক্ষ হিসেবে পেল পিএসজিকে।

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল