Connect with us
ক্রিকেট

গ্যালারিতে বসে খেলা দেখতে যেসব নির্দেশনা মানতে হবে দর্শকদের

Sylhet Stadium Gallery
গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের নির্দেশনা দিয়েছে বিসিবি। ছবি- সংগৃহীত

আগামীকাল শনিবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। এর আগে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচের দর্শকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছিল বিসিবি। এবার বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটিও মাঠে বসে দেখতে চাইলে বেশকিছু নির্দেশনা মানতে হবে দর্শকদের।

আজ শুক্রবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দর্শকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য এই নিয়মগুলো মানতে হবে সবাইকে। কিছু ক্ষেত্রে কেউ নির্দেশনা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বোর্ড।

দর্শকদের জন্য বিসিবির নির্দেশনা:



১। বিসিবির নিয়মকানুন এবং স্পনসরদের প্রতি সকলকে বাণিজ্যিক বাধ্যবাধকতা মানতে হবে।

২। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভেতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ: আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ/লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠিসহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল, কাচের বোতল, বাঁশি এবং অন্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক/ হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।

৩। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনো ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী থাকবে না।

৪। দর্শক যদি খেলার মাঠের ও গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শককে ঢুকতে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে।

৫। বাইরের থেকে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানীয়সহ দর্শকদের ঢুকতে দেওয়া যাবে না।

৬। স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোনো ধরনের ব্র্যান্ডিং করা যাবে না ।

৭। ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।

৮। স্টেডিয়াম প্রাঙ্গণে যেকোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।

৯। বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এমন কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।

১০। স্টেডিয়ামের কোনো স্ট্যান্ড এলাকায় ধূমপানঙ্করা যাবে না।

১১। প্রত্যেক দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদ যোগ্য অপরাধ বলে গণ্য হবে।

১২। কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে, জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শক) অপমান, ভয় দেখানো, হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শনের ব্যাপার দেখা যায়, তাহলে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হবে। এমন অপরাধকে ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

আগামীকাল সিলেটে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ একই সময়ে শুরু হবে। এই সিরিজ শেষেই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট