Connect with us
ক্রিকেট

ইনশাল্লাহ, আমাদের মাইন্ডসেট চ্যাম্পিয়ন হওয়ার মতোই: জাকের

বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী। ছবি- সংগৃহীত

টানা তিনটা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এশিয়া কাপের বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। দুই ধাপের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে সকাল দশটায়। এই বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, উইকেটরক্ষক–ব্যাটসম্যান জাকের আলী, রিশাদ, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারীরা।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, এশিয়া কাপে সেরা পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী বলেন, কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। ইনশাল্লাহ, আমাদের মাইন্ডসেট চ্যাম্পিয়ন হওয়ার মতোই।

টিমের দ্বিতীয় বহরটি উড়াল দেবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আগামীকাল থেকে আবুধাবিতে শুরু হবে অনুশীলন। জাকের এই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ফিটনেস থেকে শুরু করে সিরিজ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। ড্রেসিংরুমের পরিস্থিতিও সব সময়ের মতো অনুকূল।



এশিয়া কাপের আগে বিশেষভাবে নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কৌশলের প্রশংসা করে জাকের বলেন, তার শেখানো কৌশলগুলো টুর্নামেন্টে কাজে আসবে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। বড় মঞ্চে, সিরিজে বা টুর্নামেন্টে একই মানসিকতায় মাঠে নামতে হবে। শুধু বেসিক্সে ফোকাস রেখে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও আরব আমিরাত। চার দলের মধ্যে সেরা দুইটি দল সুপার ফোরে উঠবে। হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট