Connect with us
ক্রিকেট

ইনশাআল্লাহ ফাইনালে জিততে দেখবেন : পাক অধিনায়ক

পাক অধিনায়ক সালমান আলী আঘা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের শিরোপা নির্ধারণের চূড়ান্ত লড়াইয়ে আজ মাঠে নামবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের মেগা ফাইনালে জয় তুলে নিয়ে সেরার মুকুট মাথায় পড়তে চাইবে উভয় দল। শক্তিমত্তা আর টুর্নামেন্টের ফর্মের বিচারে ভারত এগিয়ে থাকলেও জয়ের বিষয়ে আশাবাদী পাকিস্তান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

ফাইনালে পাকিস্তান দলকে কীভাবে দেখবে সবাই? এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘ইনশাআল্লাহ ফাইনাল জিততেই দেখবেন (হাসি)। সেরা ক্রিকেট খেলাটাই আমাদের কৌশল। ৪০ ওভারে সেরাটা খেলতে পারলে প্ল্যান কাজে লাগাতে পারলে যেকোনো দলকে হারানোর বিশ্বাস রাখি আমরা।’

তবে ফাইনালে চাপ থাকবে, সেটা স্বীকার করে নিলেন তিনি, ‘ফাইনালে আমার মনে হয় দুই দলের উপর সমান চাপই থাকবে। আমাদের চিন্তা হচ্ছে সেরাটা দিয়ে এই ম্যাচ জেতা। মিডিয়া কী বলছে এসব আমরা দেখছি না, তাদের ইচ্ছা অনুযায়ী তারা কথা বলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচে আসলে চাপ তো থাকবেই। চাপ নেই বললেই বরং ভুল হবে। আমাদের চিন্তা হচ্ছে ম্যাচ কীভাবে জিততে পারব। যে দল ভুল কম করবে তারাই ম্যাচ জিতবে। আমাদের এটাই কৌশল হবে, যেন কালকে কম ভুল করি আমরা।’



ফাইনাল ম্যাচে পাকিস্তানের স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে সালমান বলেন, ‘স্ট্র্যাটেজি কি এখানে আপনাকে বলে দিব? শুরুতেই বলেছি কন্ডিশন এর চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। স্পিন ধরলে স্পিনারদের দায়িত্ব থাকবে, পরে স্পিন না ধরলে পেস। কন্ডিশনের চাহিদা অনুযায়ী হবে সব।’  

সালমান আরও বলেন, ‘আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি কাউকে অসম্মান না করে আবেগ প্রকাশে বিশ্বাসী। ফলে এটাই আমার নীতি। ব্যাটার হিসেবে তো সবাই চায় ভালো পারফর্ম করতে। স্ট্র্যাটেজি তো বললাম, এখানে বলব না। আমার ব্যাটিং ভালো হয়নি এবার। চেষ্টা করব যেন ফাইনালটা ভালো যায়।’ 

উল্লেখ্য, আজ রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ। চলতি টুর্নামেন্টে ইতোমধ্যে দুইবারের দেখায় জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। প্রতিবারই শেষ হাসি হেসেছিল ভারত। এবার দেখার পালা ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে কারা দেশে ফিরে শিরোপা সঙ্গে করে। 

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট