এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের ভাগ্য নির্ধারণী সহজ ম্যাচে বাংলাদেশের কঠিন পরাজয়। শিরোপা জয়ের সফরের স্বপ্নভঙ্গের রাতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, দুর্ভাগ্য, টাইগাররা এবার ফাইনালে উঠতে পারেনি।
তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ আরও ভালো সময় আসবে।
এদিকে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের পথ অনেকটাই সহজ ছিল। তবে তীরে এসে তরী ডোবালো জাকেরের দল। পাকিস্তানের দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। ১৩৫ রানের লক্ষে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। ১১ রানের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।
আরও পড়ুন:
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এনজি
