
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ার্সের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ (বুধবার) স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন কোচ পিটার বাটলার।
বাটলার বলেন, আমরা ঠিক এখনই এমন একটি পর্যায় থেকে এসেছি যেখানে এই খেলোয়াড়দের ৫০% এর বেশি সিনিয়র জাতীয় দলে খেলে। সুতরাং আমাদের একটি খুবই তরুণ সিনিয়র জাতীয় দল রয়েছে। আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আছে, কিছুটা জ্বরেও ভুগছে, কিন্তু সেটি কোনো অজুহাত হতে পারে না।
তিনি যোগ করেন, আমি মনে করি, লাওসের মুখোমুখি হওয়াটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ, কারণ ওরা এখন উঠতির দিকে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা দেখাতে চাই যে আমরা ভালো ফুটবল খেলতে পারি এবং নিজেদের চেয়ে উচ্চ র্যাঙ্কের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।
বাংলাদেশের মেয়েদের সাম্প্রতিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস নিয়ে আশাবাদী বাটলার বলেন, আমরা অবশ্যই চাই তারা ভালো খেলুক এবং পরবর্তী তিনটি ম্যাচে কোয়ালিফাই করুক। সমর্থকরা যেভাবে আমাদের সমর্থন করে, সেটা আমাদের জন্য ইতিবাচক হতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করে।
আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়া কাপ কোয়ালিফায়ার যাত্রা শুরু হচ্ছে। লাওসের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের মেয়েরা।
ম্যাচ সূচি (বাংলাদেশ সময়)
৬ আগস্ট | রাত ৭টা ৩০ | বাংলাদেশ বনাম লাওস |
৮ আগস্ট | রাত ৭টা ৩০ | বাংলাদেশ বনাম পূর্ব তিমুর |
১০ আগস্ট | বিকেল ৪টা | দক্ষিণ কোরিয়া বনাম বাংলাদেশ |
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/এনজি
