Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড শিবিরে ইনজুরির ছোবল, ছিটকে গেলেন একাধিক তারকা

টম ল্যাথাম। ছবি - সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় নিউজিল্যান্ড। আজ বুলাওয়েতে শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের আগেই একে একে তিন কিউই ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন৷

সর্বশেষ দল থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। কাঁধের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি। চোটের জন্য প্রথম টেস্টও খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার। যদিও দ্বিতীয় টেস্টে তাকে দলে পাওয়ার আসা ছিল কিউইদের। তাকে আসন্ন ম্যাচে না পাওয়ার কথা নিশ্চিত করে কিউই কোচ রব ওয়াল্টার ‘অনেক বড় হতাশার’ বলে উল্লেখ করেছেন।

ওয়াল্টার বলেছেন, ‘সে কঠোর পরিশ্রম করেছে এবং দ্বিতীয় টেস্টে ফেরার জোর প্রচেষ্টায় ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিটনেস টেস্টে পাস করতে পারেনি।’



ল্যাথামের ইঞ্জুরিতে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন কিউইদের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। দ্বিতীয় টেস্টেও তার কাঁধেই দায়িত্বভার থাকছে। ল্যাথামের জায়গায় অকল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবসকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

এরআগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান পেস অলরাউন্ডার নাথান স্মিথ ও তরুণ পেসার উইলিয়াম ও’রুর্ক। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারানোর ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট নিয়েছিলেন ও’রুর্ক। পরে জানা যায় এই ডানহাতি পেসার পিঠের ইনজুরিতে ভুগছেন। তার জায়গায় স্কোয়াডে নেওয়া হয় বেন লিস্টারকে।

অপর দিকে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় পেটে প্রদাহজনিত চোটে ভোগেন নাথান স্মিথ। এমআরই প্রতিবেদনের পরই তার ছিটকে যাওয়ার কথা জানায় ব্ল্যাকক্যাপসরা।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট