নিউজিল্যান্ডের হাতের মুঠো থেকে জয় প্রায় কেড়েই নিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ডের ফুলঝুরি ছড়িয়ে ক্রাইস্টচার্চ টেস্টে কিউয়িদের বিপক্ষে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলের তিন সদস্যকে হারাল স্বাগতিকরা।
ঘরের মাঠে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল ছিটকে পড়েছেন আগেই।
সিরিজের বাকি দুই টেস্টের জন্য দলে দেখা যাবে নতুন দুই মুখ। সাদা জার্সিতে কিউয়ি দলে প্রথমবার ডাক পেয়েছেন মাইকেল রে। এছাড়া অভিষেকের অপেক্ষায় পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। চোটে থাকা কাইল জেমিসন এবং উইল ও রুরক এখনও পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলের সঙ্গে যুক্ত করা হয়নি।
রেই এবং ক্লার্ক দুজনেই খেলছেন প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ডে। সেখান থেকে তাদের দলে ডাকা হয়েছে। ২৪ বছর বয়সী ক্লার্কের এখনও টেস্ট অভিষেক না হলেও সম্প্রতি তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। ম্যাট হেনরির চোটে বদলি হিসেবে সুযোগ পান এই ডান হাতি এই বোলার।
অক্টোবরে ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর ক্লার্ক বলেছিলেন, ‘আমি ক্রিকেটে একজন বোলিং অলরাউন্ডার। আমি সবসময় চেষ্টা করি খেলায় যতটা সম্ভব অবদান রাখতে। এছাড়াও, আমি দলের মধ্যে ভালো মানুষ হতে চাই এবং সবসময় দলকে সাহায্য করতে চাই।’
এখন পর্যন্ত ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ক্লার্ক, ২৭ ম্যাচে ৩৩ গড়ে তার শিকার ৭৭ উইকেট। ব্যাট হাতে ২৩.৫০ গড়ে করেছেন ৮৯৩ রান। বোলিং এ আলো ছড়ানো ক্লার্ক ব্যাট হাতেও নিয়মিত রান তোলেন। গত অক্টোবরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ফোর্ড ট্রফিতে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েলিংটন টেস্টে ক্লার্ক অথা রিজার্ভে থাকা পেসার ব্লেয়ার টিকনারকে বেছে নিতে পারে নিউজিল্যান্ড।
এত দুঃসংবাদের মধ্যেও স্বস্তির খবর রয়েছে কিউয়ি শিবিরে। চোট থেকে সেরে উঠেছেন অলরাউন্ডার ড্যারি মিচেল। প্রথম টেস্টে দীর্ঘ সময় বদলি হিসেবে ফিল্ডিং করেছিলেন তিনি। এছাড়া প্লাঙ্কেট শিল্ডে ফিটনেস প্রমাণ করা গ্লেন ফিলিপসও ফিরছেন দ্বিতীয় টেস্টে।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ৫৩০ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করে। মহাকাব্যিক ইনিংস খেলে চতুর্থ ইনিংসের ডাবল সেঞ্চুরি হাকিয়ে ক্যারিবিয়দের ত্রাতা আসের জাস্টিন গ্রিভস। আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/এআই