
খেলার মাঝপথে চোট পেয়ে খেলোয়াড় হারানো সব দলের জন্যই বড় ধাক্কা। সেই সমস্যা সমাধানে নতুন পথ খুঁজছে আইসিসি। পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশের ঘরোয়া ক্রিকেটে চালু হয়েছে চোট পাওয়া খেলোয়াড়ের বদলি ব্যবহারের নিয়ম। এর প্রথম নজির দেখা গেল দক্ষিণ আফ্রিকার এক ঘরোয়া খেলায়।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রথম শ্রেণির টুর্নামেন্টে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে ওপেনার এডওয়ার্ড মুরের বদলি হিসেবে নামেন জশ ভন হিয়ারডিন। লায়ন্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় মুর চোট পান। বাঁ পায়ের পেশিতে চিড় ধরা পড়ায় তাকে আর খেলতে দেওয়া হয়নি। তাই দলের হয়ে প্রথম ইনিংসে ১৯ রান করা এই ওপেনারের জায়গায় নামানো হয় ভন হিয়ারডিনকে। দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট করতে নামেনি ওয়েস্টার্ন প্রভিন্স।
এটা শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড এবং ভারতের দুলিপ ও রঞ্জি ট্রফিতেও এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
তবে বদলি খেলোয়াড় নামাতে হলে মানতে হবে কঠিন শর্ত। সিএসএ-এর নতুন নিয়ম অনুযায়ী, চোট এমন বেশি হতে হবে যে, সাত দিনের আগে মাঠে ফেরা সম্ভব নয়। অস্ট্রেলিয়ায় নিয়ম আরও আলাদা-শুধু দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে বদলি নেওয়া যাবে এবং চোট পাওয়া খেলোয়াড় ১২ দিন মাঠে ফিরতে পারবেন না।
এখনও কেবল দীর্ঘ ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটেই এই নিয়ম চালু হয়েছে। প্রতিটি বোর্ড তাদের অভিজ্ঞতা ও প্রতিবেদন আইসিসিতে জমা দেবে। সেসব দেখে আন্তর্জাতিক ক্রিকেটে ‘লাইক-ফর-লাইক’ বদলির নিয়ম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি। উল্লেখ্য যে, আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ‘কনকাশন সাব’ ব্যবহারের অনুমতিই আছে।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/টিএ
