Connect with us
ক্রিকেট

ইনজুরিতে সোহান-শরিফুল, কতদিন থাকতে হবে মাঠের বাইরে

Injured Sohan, Shariful ruled out for a while
ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন সোহান-শরিফুল। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। তবে ইনজুরি গুরুতর না হলেও এখনই মাঠে ফেরা হচ্ছে না সোহান-শরিফুলদের। দুজনেই অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সোহান। সফরকারীদের ব্যাটিংয়ের সময় ১১তম ওভারে ইনজুরিতে পড়েন তিনি। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই উইকেটরক্ষক ব্যাটার।

মাঠ থেকেই প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় সোহানকে। সেখানে এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার পায়ে এবং সেদিন রাতেই হাসপাতাল থেকে টিম হোটেলে যোগ দেন তিনি। তার এমআরআই করানোর পর গুরুতর কোনো চোট ধরা পড়েনি। ফলে শঙ্কামুক্ত এই ব্যাটার।



তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না সোহানের। পুরোপুরি সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। বিসিবির মেডিকেল বিভাগের সূত্রে এ তথ্য জানিয়েছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। চলতি মাসের শেষদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সব ঠিক থাকলে এই সিরিজেই দেখা যেতে পারে সোহানকে।

এদিকে একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। তার ইনজুরিও গুরুতর নয়। তবে এই পেসারকেও অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আগামী ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি মিস করতে পারেন শরিফুল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর। এই ম্যাচের দলে রাখা হতে পারে এই পেসারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার আইরিশ মিশনে মাঠে নামবে টাইগাররা। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে আইরিশদের আতিথ্য দেবে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট