নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল, অধিনায়ক ও কোচিং স্টাফের নাম প্রকাশ করা হয়।
বিশ্বকাপের বিরতিকে সামনে রেখে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বোর্ড। সেই পরিকল্পনারই বাস্তব রূপ পাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের ম্যাচ। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
কোচিং স্টাফেও রাখা হয়েছে পরিচিত মুখ। ধূমকেতুর প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের দায়িত্বে আছেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিল সালেহ আলম।
প্রাইজমানি হিসেবে মোট আড়াই কোটি টাকা ঘোষণা করেছে বিসিবি। দর্শকদের কথা বিবেচনায় রেখে টিকিটের দাম রাখা হয়েছে বিভিন্ন স্তরে। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। ক্লাব হাউসের টিকিট ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্টে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মও থাকছে। ম্যাচের দিন বিকেল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে গড়াবে খেলা।
দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্য বাড়তি বিনোদনের ব্যবস্থাও রাখছে বিসিবি। ফেব্রুয়ারির শুরুতে তাই ঘরোয়া ক্রিকেটে জমজমাট সূচির অপেক্ষা।
উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু নানান ঘটনার কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছেনা। যার ফলে এই অবসর সময়কে কাজে লাগাতে চায় বিসিবি। তারই ধারাবাহিকতায় বিসিসির উদ্যোগে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/টিএ
