এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস শেষ হতে চললো কিন্তু এখনো ট্রফি হাতে পায়নি চ্যাম্পিয়ন ভারত। অবশেষে ট্রফি নিয়ে প্রকাশ্যে এসেছেন ভারতের ক্রিকেট বোর্ড। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী দুই দিনের মধ্যে ট্রফি মুম্বাইয়ে পৌঁছাতে হবে, না হলে বিষয়টি আইসিসির সভায় তোলা হবে।
বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, “এক মাস পার হয়ে গেছে, এখনো আমরা ট্রফি পাইনি। এটা নিয়ে আমরা বেশ হতাশ। দশ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি, কিন্তু ট্রফি নিয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন দেখা যায়নি। আমরা আশা করছি, এক-দুই দিনের মধ্যেই ট্রফি মুম্বাইয়ে এসে পৌঁছাবে।”
এদিকে দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি সিদ্ধান্তের কারণে বিতর্কের জন্ম দেয়। ভারতীয় দল এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
কারণ, নাকভি এসিসির সভাপতির পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। যাঁর বিরুদ্ধে ভারত অভিযোগ করছে গত এপ্রিলে। তারা মনে করেন, পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলায় মদদে ছিলেন নাকভি, যা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল।
ভারতের আপত্তির পর নাকভির নির্দেশে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ট্রফিটি এবং পরে সেটি রাখা হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। সম্প্রতি জানা গেছে, সেখান থেকেও ট্রফি সরিয়ে নেওয়া হয়েছে আবুধাবির কোনো এক অজানা স্থানে, যার অবস্থান জানেন কেবল নাকভি।
এ অবস্থায় এসিসি সভাপতি নাকভি শর্ত দেন ভারতীয় দলের কেউ এসে এসিসির সদর দপ্তর থেকে ট্রফি সংগ্রহ করলে তবেই তা হস্তান্তর করা হবে। তবে বিসিসিআই শুরু থেকেই এতে রাজি হয়নি।
এদিকে দেবজিৎ সাইকিয়া বলেন, “আমরা হাল ছাড়িনি। যদি আগামী দুই দিনের মধ্যে ট্রফি আমাদের হাতে না আসে, তাহলে আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলব।”
তিনি আরও যোগ করেন, “বিসিসিআই প্রস্তুত আছে সব দিক সামলাতে। ভারতের জনগণকে আশ্বস্ত করতে চাই ট্রফি আমাদের কাছেই ফিরবে, সময়টা শুধু নির্ধারণ বাকি।” তিনি আরও বলেন, আমি বেশ আশাবাদী, শেষ পর্যন্ত এসিসি সভাপতির “শুভবুদ্ধির উদয়” হবে। তাঁর কথায়, “আমরা মাঠে সব ম্যাচ জিতেছি, ট্রফিটাও আমাদেরই প্রাপ্য।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/টিএ