Connect with us
অলিম্পিক গেমস

অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন ভারতের মনু

অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারতের মনু। ছবি- সংগৃহীত

এর আগে অলিম্পিকে যা করতে পারেননি ভারতের কোন অ্যাথলেট এবার তাই করে দেখালেন মনু ভাকের। ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের এক আসরে জোড়া পদক জয়ের কীর্তি করেছেন এই ভারতীয়। স্বাধীন ভারতের ইতিহাসে এবারই প্রথম ঘটেছে এমন ঘটনা।

প্যারিস অলিম্পিকে এর আগে গেল রোববার (২৮ জুলাই) ১০ মিটার এয়ার পিস্তল এককে ব্রোঞ্জপদক জিতেছিলেন মনু। এবার গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) এয়ার পিস্তল মিশ্র দ্বৈতেও ব্রোঞ্জ জিতেছেন তিনি। আর এতেই ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সি এই ক্রীড়াবিদ।

গতকালের ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দ্বৈত ইভেন্টে মনুর সঙ্গে সতীর্থ হিসেবে ছিলেন সরবজোত সিংকে। সেখানে তারা দক্ষিণ কোরিয়ার ওনহো লি ও জিন ওহ ইয়েকে ১৬-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন। এর দুদিন আগে একক ইভেন্টেও ব্রোঞ্জপদক জয় করেছিলেন মনু।

পদক জয়ের পর মনু বলেন, ‘আসলে সবসময় সবকিছু আমাদের হাতে থাকে না। তবে আমাদের হাতে যা থাকে তার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। প্যারিসে আসার আগে ঠিক করেছিলাম অন্য কোথাও মন দেবো না। যাই হবে মেনে নেব; কিন্তু ইভেন্টের দিন নিজের সেরাটা দিয়ে লড়াই করব শেষ পর্যন্ত।’

এর আগে ভারত স্বাধীনের পূর্বে ১৯০০ সালে নরমান প্রিচার্ড একই অলিম্পিকে জিতেছিলেন দুটি পদক। তবে ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। তাই ভারতীয় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক প্রাপ্তির কীর্তি এটাই প্রথম। এর আগে ২০১৬ ও ২০২০ সালে ভিন্ন দুই আসরে পদক জয়ের কীর্তি গড়েছিলেন ভারতের শাটলার পিভি সিন্ধু।

আরও পড়ুন: বাংলাদেশকে টপকে লজ্জার রেকর্ডের শীর্ষে উঠে এলো শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস