
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ২য় দিনে ভারতের রান বন্যা। আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮।
ইনিংসে ৪১ রান পিছিয়ে থেকে আজকের দিন শুরু করে ভারত। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক শুভমান গিল। হাফ সেঞ্চুরি পরেই গিল আউট হলেও অপর প্রান্ত আগলে রেখে নিজের সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। সেঞ্চুরির পরপর রাহুলও বিদায় নেন। রাহুলের বিদায়ের পর বড় জুটি গড়েন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। জুরেল তুলে নেন সেঞ্চুরি।
ব্যক্তিগত ১২৫ রানে বিদায় নেন ধ্রুব জুরেল। এরপর সুন্দর কে সঙ্গে নিয়ে সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র জাদেজা। দিনশেষে প্রথম ইনিংসে মোট ১২৮ ওভার ব্যাট করে ৪৪৮ রান করতে সক্ষম হয় স্বাগতিক ভারত। জাদেজা ব্যক্তিগত ১০৪ ও সুন্দর ৯ রানে অপরাজিত রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নিয়েছেন রোস্টন চেজ, ১টি করে উইকেট নিয়েছেন ওরিক্যান, সিলস ও পাইরি
এর আগে টসে জিতে প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সিরাজ-বুমরাহদের বোলিং তোপে ৪৪.১ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জাস্টিন গ্রেবস্ সর্বচ্চ ৩২ রান, সাই হোপ করেন ২৬ রান।
ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ এবং ৩ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এআই
