Connect with us
ক্রিকেট

সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত, কেমন হলো একাদশ?

India vs Australia match toss update
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ টস আপডেট। ছবি- সংগৃহীত

আরও একবার টস ভাগ্যে জিততে পারলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে ভারত। আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ফাইনালে ওঠার লড়াই।

অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত। বিশেষজ্ঞ চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে, দুই পরিবর্তন রয়েছে অস্ট্রেলিয়া দলে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কুপার কনলিকে। এছাড়া পেসার স্পেন্সার জনসনকে বসিয়ে তানভীর সাঙ্গাকে একাদশে নিয়েছে অজিরা।

উভয় দলের একাদশ–



অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, কুপার কনোলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুসচেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংহা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।


আরও পড়ুন:

» ১৬ বছরের আক্ষেপ ঘুচাতে ট্রাভিস হেডেই ভরসা অস্ট্রেলিয়ার

» বেতনের ৪৮ লাখ টাকা পাননি সাকিব, জানা গেল কারণ


ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট