Connect with us
ক্রিকেট

ফাইনালের আগে অভিষেক ও হার্দিককে নিয়ে ভারতের দুশ্চিন্তা

Hardik Pandiya and Abhishek Sharma
হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। ছবি- সংগৃহীত

চলতি এশিয়া কাপে অপরাজেয় থেকেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ভারত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে সর্বোচ্চ ৮ বারের এশিয়ান চ্যাম্পিয়নরা। তবে তার আগেই দুশ্চিন্তায় পড়েছে ভারত। আসর জুড়ে ফর্মের তুঙ্গে থাকা অভিষেক শর্মা আছেন ইনজুরির শঙ্কায়। দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়াকে নিয়েও আছে দুশ্চিন্তা।

গতকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর রাতে ৩১ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন অভিষেক। তবে এরপরই দ্বিতীয় ইনিংসে ফিল্ডিয়ের সময় চোটে পড়েন তিনি। হার্দিকও কেবল এক ওভার বল কুশল মেন্ডিসের উইকেট শিকারের পর মাঠ ছাড়েন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে।

হার্দিকের চোট কতটা গুরুতর সে বিষয়ে এখন পর্যন্ত দলের তরফ থেকে কিছু নিশ্চিত জানানো হয়নি। তবে ম্যাচ শেষে ভারতীয় বোলিং কোচ মর্নে মরকেল বলেন, ‘হার্দিকের ক্র্যাম্পস (পায়ে টান লাগা) হয়েছে। আজ রাত ও কাল সকালে তার মেডিক্যাল পরীক্ষা করা হবে। এরপর আমরা বিষয়টি পুরো বুঝতে পারব।’



এদিকে লঙ্কানদের ব্যাটিংয়ের সময় ডান পায়ের ঊরুতে অসুবিধা হচ্ছিল অভিষেকের। ফলে ইনিংসের দশম ওভারেই মাঠ ছাড়েন তিনি। হার্দিকের মতো তারও ক্র্যাম্পস সারাতে বাকি সময় বরফের সাহায্যে প্রাথমিক পরিচর্যা করা হয় ডাগআউটে। ফাইনালের আগে তাদের সেরে ওঠার জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের কথা জানিয়েছেন মরকেল।

ভারতীয় এই বোলিং কোচ বলেন, ‘এখন ছেলেদের জন্য উপযোগী বিষয় হচ্ছে বিশ্রাম। ইতোমধ্যে তাদের বরফের গোসল সম্পন্ন হয়েছে। ম্যাচ শেষেই অস্বস্তি থেকে কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হবে। আর এই পুনর্বাসনের সেরা উপায় ঘুম এবং নিজের পা–কে যথাসম্ভব নড়াচড়া না করা। আশা করি তারা ভালো ঘুম ও বিশ্রাম পাবে।’

উল্লেখ্য, ফাইনালে ভারতের জন্য গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক শর্মা। সুপার ফোরে খেলা তিন ম্যাচের সবকটিতে দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন তিনি। আসর জুড়ে ছয় ইনিংসে ৫১.৫০ গড়ে সর্বোচ্চ ৩০৯ রান সংগ্রহ করেছেন এই ভারতীয় ক্রিকেটার। তাই ফাইনালের মত লড়াইয়ে অভিষেক শর্মাকে কোনও মতেই হারাতে চাইবে না ভারত।

আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে মাঠে নামবে ভারত।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট