
প্রতারণা ও চুরির অভিযোগে সতীর্থের বিরুদ্ধে মাললা করেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা দীপ্তি শর্মা। তার রাজ্য দলের সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে ২৫ লাখ টাকার বেশি প্রতারণা ও আগ্রার ফ্ল্যাট থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে আগ্রার সদর থানায় মামলা করেছেন।
আরুশির বিরুদ্ধে দীপ্তির অভিযোগ, পেশাগত সম্পর্কের সুযোগ নিয়ে আরুশি গত দুই বছর ধরে পারিবারিক জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে তার কাছ থেকে প্রায় ২৫ লাখ রুপি নিয়েছেন। তবে ফেরত চাওয়ার পর তিনি দিতে অস্বীকার করেছেন। এরপর গত ২২ এপ্রিল তার ফ্ল্যাটে বেয়াইনীভাবে প্রবেশ করে টাকা ও গয়না চুরি করেছেন।

দীপ্তি শর্মা। ছবি- বিসিসিআই
দীপ্তির ভাই সুমিত শর্মা আগ্রার সদর থানায় দায়ের করা এফআইআরে উল্লেখ করেছেন, আরুশি গোয়েল ফ্ল্যাটের তালা পরিবর্তন করে স্বর্ণ ও রৌপ্য গয়না এবং প্রায় ২ হাজার ৫০০ ডলারের বিদেশি মুদ্রা চুরি করেছেন।
আরও পড়ুন :
» দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করল বাংলাদেশ, ম্যাচসেরা রাকিবুল
» বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষের আগেই বড় সুখবর পেলেন রাফিনিয়া
এই অভিযোগের ভিত্তি তদন্তে নেমেছে আগ্রা পুলিশ এবং তারা কিছু সত্যতাও পেয়েছে। আগ্রা সদর থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সিপি সুকন্যা শর্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, দীপ্তির ভাই সুমিত শর্মার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে কিছু সত্যতা পাওয়া গেছে। আমরা এফআইআর দায়ের করেছি। আরুশির বিরুদ্ধে চারটি ধারায়— ৩০৫(ক) (চুরি), ৩৩১(৩) (অনুপ্রবেশ), ৩১৬(২) (বিশ্বাসভঙ্গ) ও ৩৫২ (উদ্দেশ্যপ্রণোদিত অপমান) মামলা হয়েছে।
দীপ্তি ও আরশি উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হয়ে একসঙ্গে খেলেছেন। দীপ্তি জাতীয় দলের জার্সিতে নিয়মিত খেলছেন। এখন পর্যন্ত ৫টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। তবে আরুশির এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি
