Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরে দল পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড

Bangladesh vs India match
বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। ছবি- সংগৃহীত

সূচি অনুযায়ী আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগার। তবে শেষ পর্যন্ত এই সফরে খেলতে নাও আসতে পারে ভারত। বাংলাদেশে আসার অনিশ্চয়তার বিষয়টি জানিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দক্ষিণ এশিয়ায় প্রতিনিয়ত ছড়াচ্ছে উত্তেজনা। গেল বছরের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের মান খারাপ হয়েছে বাংলাদেশের। তবে এরপরও ভারত সফর করেছে বাংলাদেশ। যদিও এবার বাংলাদেশে সফরে রোহিতদের পাঠানোর নিশ্চয়তা দিতে পারছে না ভারত।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘এই সফর ক্যালেন্ডারের অংশ হিসেবে হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। (ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে বিসিবি) বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।’

আরও পড়ুন:

» তিন ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা

» দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

এদিকে শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এসকল বিষয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ এই সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। 

টাইমস অব ইন্ডিয়া মূলত তাদের প্রতিবেদনে পকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্বের মাঝে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। যেখানে তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ফেসবুক মন্তব্যকে উদ্ধৃতি করেছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গণমাধ্যমটি।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট