Connect with us
ক্রিকেট

আউট হওয়ার পর কোচের সঙ্গে ঝগড়া ভারতীয় অধিনায়কের

হারমানপ্রীত কৌর । ছবি- সংগৃহীত

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট হারিয়ে কোচের সঙ্গে ঝগড়ায় জড়ালেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তাদের এমন আচরণে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ভাষ্যকার আঞ্জুম চোপড়া।

গতকাল নারী বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের ম্যাচে এমন ঝগড়ার ঘটনা দেখা যায় ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দলের প্রধান কোচের মধ্যে। ঝগড়ার মূল কারণ—ম্যাচের ক্লান্তিলগ্নে দায়িত্বজ্ঞানহীনভাবে নিজের উইকেট হারানো।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ২৮৯ রানের লক্ষ্য পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে তোলে মাত্র ৪২ রান। চাপে পড়া ম্যাচে দলকে আশা দেখান স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌর। দুজন মিলে ১২২ বলে ১২৫ রানের জুটি গড়েন। দলের এমন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন হারমানপ্রীত। ম্যাচের ৩১তম ওভারে নাটালি সাইভার-ব্রান্টের বলে এমা ল্যাম্বের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৭০ বলে ৭০ রান করা হারমানপ্রীতের এমন আউট দেখে বিরক্ত হন প্রধান কোচ অমল। অধিনায়ক হারমানপ্রীতও তর্কে জড়িয়ে পড়েন কোচের সঙ্গে।



হারমানপ্রীতের আউটের পরও জয়ের খুব কাছাকাছি গিয়েছিল ভারত। তবে স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর আর এগোতে পারেনি অমলের দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে পরাজিত হয় ভারত নারী ক্রিকেট দল। ব্যাট হাতে স্মৃতি মান্ধানা ৯৪ বলে খেলেন ৮৮ রানের ইনিংস।

ম্যাচ হারের পর হারমানপ্রীত বলেন, “স্মৃতির উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ব্যাটার ছিল আমাদের, কিন্তু কীভাবে যে সব বদলে গেল, বুঝতে পারলাম না। ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে।”

ভারতকে হারিয়ে এবারের বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড ও ভারত। তবে রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ভারত। ভারত ও নিউজিল্যান্ডের নেট রান রেট যথাক্রমে +০.৫২৬ ও -০.২৪৫।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট