Connect with us
ক্রিকেট

সেমিতেও খেলবে না ভারত, সরাসরি ফাইনালে পাকিস্তান

Pakistan-India__Legends League
গ্রুপ পর্বের পর এবার সেমিতেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের নিয়ে চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের ম্যাচটি বাতিল হয়েছে। ভারত এই ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এর ফলে না খেলেই সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

বুধবার (৩০ জুলাই) ম্যাচের আগের দিন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান বিপক্ষে ডব্লিউসিএলের সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এই ম্যাচ থেকে তারা নাম সরিয়ে নেওয়ায় সরাসরি ফাইনাল খেলবে পাকিস্তান।

মূলত পেহেলগাম ঘটনার পর গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল। এই দুই দেশের রাজনৈতিক শীতল সম্পর্ক বিভিন্ন সময়ে ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলেছে। এবার ডব্লিউসিএল টুর্নামেন্টেও এর প্রভাব পড়েছে।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!

» শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন ঋতুপর্ণা 

এর আগে লিগ পর্বের ম্যাচেও মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। তবে ভারতের একাধিক ক্রিকেটারের আপত্তির কারণে গ্রুপ পর্বের ম্যাচটি বাতিল হয়েছিল। ফলে কর্তৃপক্ষ দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেয়। তবে সেমিফাইনাল থেকে ভারত নিজের নাম সরিয়ে নেওয়ায় না খেলেই ফাইনাল নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

এর আগে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পায় ভারত। ৫ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে সেমিতে উঠেছে যুবরাজ-ইউসুফ পাঠানরা। অন্যদিকে পাকিস্তান ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত দল হিসেবে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে উঠেছে।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি বাতিল হওয়ায় আগামীকাল একটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে রাত সাড়ে ৯টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদের মধ্য থেকে বিজয়ী দল ২ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট