Connect with us
ক্রিকেট

গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

ভারত টেস্ট দল
সিরিজ জয়ের পর ট্রফি হাতে ভারত। ছবি: সংগৃহীত

ম্যাচের ফলাফল প্রায় অনুমিতই ছিল। দিল্লি টেস্টের শেষ দিনে মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময় মাঠে থেকে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২১ রানের লক্ষ্য তাড়া করে নেমে সহজেই জিতে যায় ভারত। ৭ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান আরও আগালো। ৬১.৯ শতাংশ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে তালিকার তৃতীয় স্থানে আছে।

টেস্টের শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। আগের দিন ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। চতুর্থ দিনে ভালো ব্যাটিংয়ের পর শেষ দিনে খুব একটা বাধা ছিল না। শাই সুদর্শন (৩৯) আর অধিনায়ক শুভমান গিলের (১৩) উইকেট হারালেও ওপেনার লোকেশ রাহুলের ব্যাটিংয়ে জয় পেতে সময় লাগেনি। ওপেনার রাহুল ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।



এছাড়া দিল্লি টেস্টটি ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি তার অধিনায়কত্বে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল ভারত। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নেতৃত্বের সক্ষমতা দেখালো শুভমান গিল।

এই জয়ের মধ্য দিয়ে ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সামর্থ্যের প্রমাণ দেখা গেলো। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (১৭৫) ও শুভমান গিল (১২৯ অপরাজিত) বড় ইনিংস খেলেন, যেখানে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে মাত্র ২৪৮ রান। অলিক আথানেজে করেন সর্বোচ্চ ৪১ রান, আর ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৩৪। ভারতের কুলদিপ যাদব বল হাতে ছিলেন দুর্দান্ত। মাত্র ৮২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।

আবার ফলোঅন নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ভালোই ব্যাটিং করেছিল। জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩) জোড়া সেঞ্চুরি করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৩৯০ রানে অলআউট হয় দলটি। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪৪ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
ভারত প্রথম ইনিংস: ৫১৮/৫ (যশস্বী জয়সওয়াল ১৭৫, শুভমান গিল ১২৯*, জোমেল ওয়ারিকেন ৩/৯৮)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৪৮ (অলিক আথানেজে ৪১, ত্যাগনারায়ণ চন্দরপল ৩৪; কুলদিপ যাদব ৫/৮২)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস (ফলোঅন): ৩৯০ (জন ক্যাম্পবেল ১১৫, শাই হোপ ১০৩; জাসপ্রিত বুমরাহ ৩/৪৪)
ভারত দ্বিতীয় ইনিংস: ১২৪/৩ (লোকেশ রাহুল ৫৮*, সাই সুদর্শন ৩৯; রস্টন চেজ ২/৩৬)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ ফলাফল: ভারত ২-০ ব্যবধানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট