
চলতি মাসেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আপাতত স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজটি এক বছরেরও বেশি সময় পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সাদা বলের সিরিজ বাতিল করতে চায় টিম ইন্ডিয়া, এমনটাই দাবি বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের।
সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। যেখানে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট খেলেছে দুই দল। চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। তবে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পর এশিয়া কাপ সামনে রেখে ক্রিকেটারদের বিশ্রামে রাখতে ভারতীয় বোর্ড। আর এ কারণেই সিরিজটি বাতিল করার কথা ভাবছে বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যমের দাবি, এশিয়া কাপের আগে দলের ক্রিকেটারদের লম্বা সময়ের জন্য বিশ্রামে রাখতে চান প্রধান কোচ গৌতম গম্ভীর। এই মেগা আসরের আগে দলকে ইনজুরিমুক্ত রাখতেই এমনটা চান ভারতের কোচ। যে কারণে সিরিজটি বাতিলের পরিকল্পনা করছে বিসিসিআই।
এশিয়া কাপের আগে বেশিরভাগ দলই বিভিন্ন সিরিজ খেলে শেষ সময়ের প্রস্তুতি সারবে। বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আরব আমিরাতের মাটিতে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। তবে ভারত যদি শ্রীলঙ্কা সফরে না যায়, তাহলে এশিয়া কাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না টিম ইন্ডিয়ার।
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে একই গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আগামী ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/বিটি
