
এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আজ (রোববার) মাঠে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে দলটি।
পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি ছিল ওপেনার ফখর জামানের। হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন তিনি। তবে তার ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দুবাইয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। বিশেষ করে ফখর শুরুটা পেয়েছিলেন দুর্দান্ত। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারের তৃতীয় বলটি তার ব্যাটে লেগে উইকেটের পেছনে চলে যায়। এরপর ক্যাচটি তালুবন্দি সঞ্জু স্যামসন।
তবে বলটি স্যামসন ঠিকভাবে তালুবন্দি করেছিলেন নাকি গ্লাভসে বন্দি হওয়ার আগে মাটিতে পড়েছিল, তা নিশ্চিত ছিল না। যে কারণে আউট দেননি মাঠের আম্পায়ার। এরপর বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগকে সিদ্ধান্ত জানাতে বলেন।
এরপর টিভি আম্পায়ার নানা অ্যাঙ্গেল থেকে ক্যাচটি পর্যালোচনা করেন। রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত ফখরকে আউটের সিদ্ধান্ত দেন তিনি। তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি ফখরের। এ নিয়ে তিনি মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
পান্ডিয়ার শিকার হওয়ার আগে ৯ বলে ৩ চারের মারে ১৫ রান করেন ফখর। পরবর্তীতে শাহিবজাদা ও সাইম আইয়ুবের কল্যাণে পাওয়ারপ্লেতে ৫৫ রান তুলে নেয় পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি
